Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চেয়ারম্যানের স্ত্রীর সঙ্গে ‘পরকীয়া’ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মে ২০১৯, ০৫:৩৮ PM
আপডেট: ১০ মে ২০১৯, ০৫:৩৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মাদারীপুরের রাজৈর উপজেলায় সোহেল হাওলাদার (৩২) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে। 

বৃহস্পতিবার (৯ মে) দিবাগত রাত ৯টার দিকে রাজৈরের বাজিতপুর ইউনিয়নের মজুমদার ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাজৈরের বাজিতপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে একই এলাকার পল্ট্রি ব্যবসায়ী সোহলে হাওলাদারের পরকীয়া প্রেম চলছিল। সেই বিরোধ ও স্থানীয় প্রভাব বিস্তারের জের ধরে গতকাল রাত ৯টার দিকে ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ও তার লোকজন মিলে রাজৈরের মজুমদার বাজারের ব্রিজের কাছে সোহেল হাওলাদারকে একা পেয়ে কুপিয়ে আহত করে।

পরে তাকে দ্রুত রাজৈর উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে সোহেলের অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

পরকীর বিষয়টি অস্বীকার করে নিহতের ছোট ভাই জুয়েল হাওলাদার জানান, পূর্ব শত্রুতার জের ধরে ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের লোকজন তার বড় ভাই সোহেল হাওলাদারকে হত্যা করেছে। পূর্বে ইউপি চেয়ারম্যানের সঙ্গে নির্বাচন নিয়ে বিরোধ চলছিল তার। সেই জেরই এই হত্যাকাণ্ড ঘটেছে।

এই বিষয়ে মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালদার বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, পরকীয়া প্রেমের কারণে সোহেলকে নিয়ে স্থায়ীয়ভাবে সালিশ মীমাংসাও হয়েছিল। ধারণা করা হচ্ছে, এই কারণে হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করা হয়। পরে তিনি মারা যান। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা আছে। অভিযুক্তদের  গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।

 

 

Bootstrap Image Preview