Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ব্যক্তিগত বিধ্বস্ত, নিহত ১৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ মে ২০১৯, ০১:১৩ PM
আপডেট: ০৭ মে ২০১৯, ০১:১৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


যুক্তরাষ্ট্রের লাস ভেগাস ও মেক্সিকোর নুয়েবো লিয়ন শহরের মাঝামাঝি সীমান্ত এলাকায় ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্তে ১৩জনের প্রাণহানি ঘটেছে।

সোমবার (০৭ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এমন তথ্য জানানো হয়েছে।

মেক্সিকোর কোয়াহুইলা স্টেট সরকারের বিবৃতিতে বলা হয়, ওকাম্পোর উত্তরাঞ্চলে একটি দূরবর্তী পাহাড়ি অধ্যুষিত এলাকায় প্লেনটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

দেশটির স্থানীয় টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা যায়, প্লেনটি চুর্ণ হয়ে আশপাশে ছড়িয়ে রয়েছে এর ধ্বংসবশেষের অংশ। কর্তৃপক্ষ বলছে, দুর্ঘটনায় প্লেনে থাকা ১৩জনই নিহত হয়েছেন।

মেক্সিকান সংবাদমাধ্যম বলছে, লাস ভেগাসে গত শনিবার (০৪ মে) অনুষ্ঠিত মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের দুই কুস্তিগীরের মধ্যে প্রতিযোগিতা দেখতে গিয়েছিলেন। তবে নিহতরা কোন দেশের নাগরিক তা এখনও নির্দিষ্ট করে জানা যায়নি।

তবে নিহততের বয়স ১৯ থেকে ৫৭ বছরের মধ্যে বলে জানানো হয়েছে খবরে।

Bootstrap Image Preview