Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মালয়েশিয়ায় নাইটক্লাবে অভিযান চালিয়ে ১৮৪ নারী আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ মে ২০১৯, ০৩:৫২ PM
আপডেট: ০২ মে ২০১৯, ০৩:৫২ PM

bdmorning Image Preview


অবৈধ অভিবাসীবিরোধী অভিযানের পাশাপাশি রমজান মাসকে সামনে রেখে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পাশ্ববর্তী জালান কিলাং লামার এসকট গার্ডেনে দুইটি নাইট ক্লাবে ইমিগ্ৰেশন বিভাগের অভিযানে পতিতাবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছে তিন দেশের ১৮৪ জন নারীকে।

১লা মে রাতে অভিযানের নেতৃত্ব দেন কুয়ালালামপুর ইমিগ্ৰেশন বিভাগের প্রধান শাহরুল নিজাম ইসমাইল। এসময় আটক করা হয় থাইল্যান্ডের ১৭৫ জনসহ লাউচের ৫ এবং ভিয়েতনামের ৪জন নারীকে। আটককৃতদের বয়স আনুমানিক ২০ থেকে ৫০ বছর।

এ সময় ইমিগ্রেশন অফিসার জানায়, আটককৃতদের কাছে শুধু বৈধ ভ্রমণের ভিসা থাকলেও কাজের কোন অনুমতি ছিল না। তারা ভ্রমণের ভিসাকে অবৈধভাবে ব্যবহার করে নাইট ক্লাবে দেহ ব্যবসা করে আসছিল।

আটককৃতদের বিরুদ্ধে ইমিগ্ৰেশন আইনের ৩৮বি ১৯৬৩ এবং ৫৫বি সেকশন ৫৬ (১)বি ১৯৫৯/৬৩ ধারায় গ্রেফতার করে।

উল্লেখ্য, সব সময়ই অভিযান চললেও রমজান মাসে প্রতিবছর অভিযান জোরদার করা হয়। নাইট ক্লাবগুলোতে নজর দারি বেশি থাকে।

Bootstrap Image Preview