Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ড. তুষার ও ডা. মৌমিতার প্রশ্নের জবাব দিলেন মাশরাফির ভাই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ মে ২০১৯, ০৫:৫৫ PM
আপডেট: ০১ মে ২০১৯, ০৫:৫৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


নড়াইল হসপিটালের ঘটনায় মাশরাফি বিন মুর্তজা প্রশংসিত হচ্ছেন সর্বমহলে। এ নিয়ে ফেসবুকে বইছে প্রশংসার ঝড়। যে যার মতো করে তাকে প্রশংসায় ভাসাচ্ছেন সবাই। তবে অনেকেই এর সমালোচনা করছেন। তালিকায় রয়েছেন ড. আব্দুন নূর তুষার এবং আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল জলিলের মেয়ে ডা. মৌমিতা জলিল জুঁই।

সমালোচকদের জবাবে ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে একটি খোলা চিঠি লিখেছেন মাশরাফি বিন মুর্তজার ছোট ভাই মোরসালিন বিন মুর্তজা তিনি।

সেই পোস্টটি বিডিমর্নিং পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

ডা: মৌমিতা, একজন বিসিএস (ক্যাডার)।

মাশরাফি বিন মুর্তজার শিক্ষাগত যোগ্যতা কিন্তু আপনার থেকে অনেক খানি কম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে ভর্তি হয়ে খেলাধুলার কারণে পড়ালেখা ভালো ভাবে করতে পারেন নাই।

কিন্তু তিনি সরকারি হাসপাতালের একজন কর্তব্য বিমুখ ডা: কে ফোন করে, স্যার বলে ডেকে তার কাছে ৩ দিন অনুপস্থিত থাকার কারণ জানতে চেয়েছেন। যেটার অধিকার তার আছে। তিনি কথা বলা কালিন সব থেকে খারাপ ভাবে যে কথাটি বলেছেন সেটি হল ‘আপনি কি ফাজলামি করেন।’

অথচ আপনি একজন বিসিএস ক্যাডার হয়ে একজন সাংসদ সদস্য কে গালি দেন ‘কুত্তার বাচ্চা’ বলে। এই হলো আপনার পড়ালেখা করার ফল।

জনাব, আবদুর নুর তুষার স্যার,

আপনি অনেক কথা লিখেছেন যেগুলি আমার মাথার ওপর দিয়ে গেছে। তবে এতটুক বুঝেছি আপনি ডাক্তারদের পক্ষ নিয়ে কথা বলছেন। নিজ পেশার ভাইদের পক্ষ নেওয়া উচিত। তাই বলে আপনি অন্যায়ের পক্ষ নিয়ে কথা বলবেন?

ম্যাচ হারার কারণে বাংলাদেশ টিমকে যখন অকথ্য ভাষায় গালি দেওয়া হয় (এমনকি তাদের পরিবারকেও) তখন বাংলাদেশের সকল জেলার খেলোয়াড়রা যদি প্রতিবাদ করে! কেমন হবে?? করে না। গালিটাও মাথা নিচু করে মেনে নেয়।

অন্যায়ের পক্ষ নিয়েন না।

Bootstrap Image Preview