Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শেয়ারবাজারে বিনিয়োগ করতে জ্ঞান অর্জন করতে হবে: মোস্তাক আহমেদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৯, ১২:৩৯ PM
আপডেট: ০১ মে ২০১৯, ০২:০৩ PM

bdmorning Image Preview


ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান সি কিউ কে মোস্তাক আহমেদ বলেছেন, শেয়ার বাজার জ্ঞানভিত্তিক বাজার। এখানে যারা বিনিয়োগ করবে তাদের জ্ঞান অর্জন করতে হবে। শেয়ার বাজার বিষয়ে জ্ঞান না থাকলে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্থ হবেন।

তা ছাড়া শেয়ার বাজার পরিচালনাকারীদের অসচেতনতা ও বিনিয়োগকারীরা যদি সচেতন না হন তাহলেও অস্থিরতা তৈরি হবে বলে জানান তিনি।

আজ মঙ্গলবার সকাল ১০টায় পল্টনের হোটেল ফারসে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও কেপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম আয়োজিত 'দ্যা ফাইনান্সিয়াল রিপোর্টিং এক্ট ২০১৫' কর্মশালায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শেয়ার বাজারের সাথে অনেক মানুষের রুটি-রুজি জড়িত। এ সেক্টরকে এগিয়ে নিতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন।

ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. আবুল হাসেম বলেন, অনেক ক্ষেত্রে শেয়ার বাজারের তথ্য পাওয়া কঠিন। এ ক্ষেত্রে সঠিক সাংবাদিকতা না হলে, রিপোর্টিং না হলে ব্যবসায়ীদের ক্ষতির সম্মুখীন হতে হয়।

তিনি বলেন, শেয়ার বাজারকে বুঝতে হলে আগে কোম্পানি ও কোম্পানির ব্যালেন্সশিটকে বুঝতে হবে।

এতে আরও বক্তৃতা করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ম্যানেজিং ডিরেক্টর কে এ এম মাজিদুর রহমান, ডিরেক্টর মিনহাজ মান্নান ইমন, কর্মশালা পরিচালনা করেন মো. মহিউদ্দীন আহমেদ, কেপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের সভাপতি হাসান ইমাম ইমন ও সাধারণ সম্পাদক মনির হোসেন।

Bootstrap Image Preview