Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সাংবাদিকের উপর হামলার দায়ে কারাগারে ২

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০১৯, ০৫:২১ PM
আপডেট: ২৮ এপ্রিল ২০১৯, ০৫:২১ PM

bdmorning Image Preview
প্রতীকী


বরগুনার পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন খানের ওপর অতর্কিত হামলার ঘটনায় ২ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার (২৮ এপ্রিল) আসামিরা পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক ২ ও ৩নং আসামি রিয়াজ, সোনা মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এ সময় অপর ৭ আসামিকে জামিন দেয়া হয়।

এর আগে গত ২৪ এপ্রিল জাকির হোসেনের বড় ভাই হায়দার খান বাদী হয়ে ৯ জনকে আসামি করে পাথরঘাটা থানায় একটি মামলা ধায়ের করেন।

ঘটনার বিবরনে জানা যায়, গত ২৩ এপ্রিল দুপুর দেড়টার দিকে জাকির খানের বড় ভাই হায়দার আলী খানের কবলাকৃত জমি দখলের উদ্যেশ্য সিমানার পিলার উত্তলন করতেছিলেন তার চাচাতো ভাই আবদুল কাদের খান ও তার সহোযোগিরা। এ সময় হায়দার খান বাধা দিলে তার উপর অতর্কিত হামলা চালায়।

হামলার ঘটনা সাংবাদিক জাকির খান মুঠোফোনে ভিডিও ধারন করতে থাকেন। এ সময় কাদের ভিডিও ধারন দেখে ফেললে কাদের খান সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নেয়ার চেস্টা করে ব্যর্থ হন। পরে কাদের ও তার সহযোগিরা ধারালো ছ্যানা, শাবল, লাঠি-ছোটা দিয়ে এলোপাতারি পিটিয়ে-কুপিয়ে সাংবাদিককে জখম করে।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সের চিকিৎসক জিয়াউল হক বলেন, আহত সাংবাদিককে গত ২৩ এপ্রিল পাথরঘাটা হাসপাতালে ভর্তি করা হলে আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সাংবাদিকের মাথায় ধারালো অস্ত্রের কাটা-জখম ও ডান কাঁধে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ঘটনার পরপর পাথরঘাটায় কর্মরত গণমাধ্যমকর্মীরা হাসপাতালে ছুটে যান। পাথরঘাটা থানা অফিসার্স ইনচার্জ (ওসি) হানিফ শিকদারসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হাসপাতালে আহত সাংবাদিকের খোঁজ নেন।

এ দিকে সাংবাদিক জাকির হোসেন খানের ওপর এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পাথরঘাটায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।

Bootstrap Image Preview