Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

অডিট পেশাকে শক্তিশালী করার লক্ষ্যে আইআইএবি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০১৯, ০৯:০৯ PM
আপডেট: ২৭ এপ্রিল ২০১৯, ০৯:০৯ PM

bdmorning Image Preview


বাংলাদেশে ইন্টারনাল অডিট পেশাকে শক্তিশালী করার লক্ষ্যে দি ইনস্টিটিউট অব ইন্টারনাল অডিটরস্ বাংলাদেশ (আইআইএবি) কর্তৃক আয়োজিত প্রথমবারের মতো “Internal Audit Towards Governance, Ethics and Compliance” শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ আন্তর্জাতিক মানের বার্ষিক সম্মেলন কাকরাইলস্থ অডিট ভবনের এফকেএমএ বাকী অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলন উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি এবং কম্পট্রোলার এ্যান্ড অডিটর জেনারেল মুহাম্মদ মুসলিম চৌধুরী।

দিনব্যাপী সম্মেলনে “Value Creation through Internal Audit Profession Certification” এবং “Internal Audit Towards Governance, Ethics and Compliance” শীর্ষক দুইটি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়; এতে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন যথাক্রমে ইমাদুল হান্নান, সিআইএ, সিআরএমএ, পরিচালক-আইআইএ বাংলাদেশ এবং এম নুরুল আলম এফসিএস, সিসিইপি-১, সেক্রেটারি জেনারেল-আইআইএ বাংলাদেশ, প্রধান ইথিক্স ও কমপ্লায়েন্স অফিসার-বাংলালিংক।

সেশন সমূহে জাতীয় ও আন্তর্জাতিক বক্তাগণ তাদের বক্তব্য উপস্থাপন করেন এবং ৭০-এর অধিক প্রতিষ্ঠানের দুই শতাধিক ইন্টারনাল অডিট প্রফেশনালগণ অংশগ্রহণ করেন।

নিরাপদ ও নৈতিকতা সম্পন্ন ব্যবসায় প্রতিষ্ঠান এবং বৃহৎ অর্থে সমাজ বিনির্মাণে ভূমিকার জন্য বাণিজ্যমন্ত্রী ইন্টারনাল অডিটরদের অভিনন্দন জানান।

তিনি সততা, পেশাদারিত্ব ও সচ্ছতার অঙ্গিকারের প্রতি গুরুত্বারোপ করে বলেন, ইন্টারনাল অডিটরগণ বোর্ড বা গভার্নি বডি এবং ঊর্ধ্বোতন ব্যবস্থাপনায় বিভিন্ন পরামর্শ ও মতামত প্রদান করার মাধ্যমে ব্যবসায়িক খাতে অবদান রাখতে পারে।

ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান সি.কিউ.কে. মুস্তাক আহমেদ বলেন, অডিট কমিটির চেয়ারম্যান অবশ্যই নিরপেক্ষ হওয়া ও কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থেকে মুক্ত থাকা উচিত। বিএসআরএম-এর ব্যবস্থাপনা পরিচালক আমীর আলীহুসাইন বলেন, উদ্যোক্তা ও ব্যবসায়িক নেতাবৃন্দের নিকট ইন্টারনাল অডিট প্রফেশনের বিকাশে আইআইএ বাংলাদেশের আরও কাজ করা উচিত।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কন্ট্রোলার এ্যান্ড অডিটর জেনারেল মুহাম্মদ মুসলিম চৌধুরী, যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের নিবন্ধক মোঃ জাকির হোসেন, প্রিমিয়ার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমিরুল হক, কনফিডেন্স সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দিন আহমেদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বোতন কর্মকর্তাবৃন্দ এবং ইন্টারনাল অডিট প্রফেশনালগণ বক্তব্য রাখেন।

আইআইএবি বাংলাদেশে ইন্টারনাল অডিট পেশার বিকাশে শক্তিশালী ভূমিকা রাখবে বলে বক্তাগণ আশাবাদ ব্যক্ত করেন। সন্ধ্যায় সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলন শেষ হয়।

Bootstrap Image Preview