Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাসন মাজলে মানসিক চাপ কমে, বলছে গবেষণা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯, ০৯:১৭ PM
আপডেট: ২৬ এপ্রিল ২০১৯, ০৯:১৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মানসিক চাপ কমাতে বাসন মাজাকে গুরুত্ব দিয়েছেন গবেষকরা। তাদের মতে, বাসন মাজলে মানসিক চাপ কমে। যদিও কাজটি করতে হবে মন থেকে।

মানসিক চাপ কমাতে এবার এমনই এক অবাক করা তথ্য দিলো গবেষকরা।

ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির এক দল গবেষক তাঁদের নতুন এক সমীক্ষায় এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন। মোট ৫১ জন ছাত্রকে নিয়ে এই গবেষণা চালানো হয়।

তবে গবেষণা শুরুর আগে তাঁদের প্রত্যেককে একটি ছোট লেখা পড়ানো হয়, যেখানে লেখা ছিল বাসন মাজার উপকারিতা কী কী।

লেখা ছিল, ‘যখন কেউ বাসন মাজেন, তখন তাঁর শুধু সেই কাজেই মন দেওয়া উচিত। এতে পুরোপুরি সেই কাজে মনোনিবেশ করা যায়। প্রথমে এটিকে একটু বোকা বোকা মনে হতে পারে। কেন একটা ছোট কাজ করার জন্য এত চাপ নেবেন কেউ? কিন্তু এটাই কিন্তু চাবিকাঠি। ফ্যাক্ট হল আমি আমার প্রয়োজনের কাজ করছি এবং এটাই বাস্তব। আমি সম্পূর্ণ ভাবে আমার মন ও শরীরকে সঙ্গে নিয়ে এই কাজটি করছি।’

তাই, গবেষকরা বলছেন, মন থেকে যিনি এই কাজ করবেন অর্থাৎ, যাঁর মনে সাবানের গন্ধ ও জলের তাপমাত্রা নিয়ে একটা চলমান ধারণা তৈরি হয়, তাঁদের ওই কাজটির প্রতি ভালোবাসা তৈরি হয় এবং মানসিক চাপ ও নার্ভাসনেস কমে।

Bootstrap Image Preview