Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ট্যুরিজম ফেয়ারে ছাড়ের হিড়িক

রায়হান শোভন
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৯, ০২:৫৯ PM
আপডেট: ১৯ এপ্রিল ২০১৯, ০২:৫৯ PM

bdmorning Image Preview


বাঙালি ভ্রমন পিপাসু জাতি। সময় এবং সুযোগ পেলেই তারা বেরিয়ে পরেন ভ্রমনে। তবে এমন অনেকেই আছেন যারা সাধ আর সাধ্যের মধ্যে দৌরাত্ব মেটাতে না পেরে বঞ্চিত হন ভ্রমনের আনন্দ থেকে। এমন সব ভ্রমন পিপাসু পর্যটকদের আকৃষ্ট করতে ছাড়ের হিড়িক পড়েছে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারে।

মেলাতে পর্যটদের আকৃষ্ট করতে দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। এসব ছাড় দেখে অনেকেই আকৃষ্ট হয়ে বুকিং দিচ্ছেন। বাহারি রকম প্যাকেজ অফার দেওয়া হচ্ছে মেলাতে৷ বিভিন্ন দেশের ভ্রমনে দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। এ মেলার আয়োজন করেছে ট্যুরিজম অপারেটরস অব বাংলাদেশ (টোয়াব)।

মেলায় এজেন্সিগুলোর সাথে কথা বলে জানা গেছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মেলাতে আসছেন। ছোট ছেলে-মেয়েদের নিয়েও অনেক দম্পতি এসেছেন, তারা খোঁজ খবর নিচ্ছেন, কোন দেশে যেতে কতো খরচ। মেলার প্রথম দিন তেমন একটা দর্শনার্থী না থাকলেও তারা আশা করছে আজ ছুটির দিন থাকায় মেলাতে দর্শনার্থীদের চাপ থাকবে।

লেক্সাস হলিডেসের জিএম(সেলস) কানাই সাহা বিডিমর্নিংকে বলেন, আমরা মেলা উপলক্ষে পর্যটকদের ৭ শতাংশ ছাড় দিচ্ছি। এছাড়া যারা ক্রেডিট কার্ডের মাধ্যমে ট্যুরের বুকিং দিচ্ছে তাদের শুল্কমুক্ত কিস্তি সুবিধা দিচ্ছি। তবে যারা কিস্তিতে প্যাকেজ নিবে তারা ৭ শতাংশ ছাড় পাবে না।

আমরা চেষ্টা করি ভালোভাবে ট্যুরের ব্যবস্থা করতে। মামুষকে উদ্বুদ্ধ করতে। গতকাল থেকে শুরু হলেও তেমন দর্শনার্থী ছিল না। তবে আজকে যেহেতু শুক্রবার আজকে দর্শনার্থী সমাগম ভালো হবে বলে আশা করছি।

ট্রিপস এন্ড ট্যুরসের ম্যনেজার রেজওয়ানা রাজ্জাক বিডিমর্নিংকে বলেন, আমরা বিশ্বকাপ উপলক্ষে পর্যটকদের বিশেষ সুবিধা দিচ্ছি। এই মেলা থেকে মাত্র ৫০০০ টাকা দিয়েই বিশ্বকাপের টিকিট কনফার্ম করা হচ্ছে। এছাড়া আমাদের ক্লায়াইন্টদের ভিসা প্রসেসিংয়ের ব্যাপারেও আমরা সাহায্য করে থাকি।

ইউএস বাংলার এসআর এক্সিকিউটিব রকিবুল ইসলাম বলেন, আমারা মেলা উপলক্ষে আমাদের সকল প্যাকেজের উপর ২৫ শতাংশ ছাড় দিচ্ছি।

তিনি বলেন, মূলত ভ্রমন পিপাসু মানুষদের আকৃষ্ট করতেই আমাদের এই উদ্যেগ।

আরডি ট্যুরস এন্ড ট্রাভেলসের ম্যানেজার আহসান হাবীব বিডিমর্নিংকে বলেন, মেলাতে ৫-১০ শতাংশ বুকিং মানি দিলেই বুকিং কনফার্ম করা হয়। বাকি টাকা ট্যুরের দুদিন আগে পরিশোধ করতে হবে। মেলাতে পর্যটকদের জন্য আমরা ৫-১০ শতাংশ ছাড়ের ব্যবস্থা রেখেছি।

জার্নি প্লাসের ট্যুর এক্সিকিউটিভ মানি রহমান বিডিমর্নিংকে বলেন, মেলা উপলক্ষে আমরা বিশেষ কোনো ছাড় দিচ্ছি না। তবে আমরা মেলা উপলক্ষে আমাদের এখান থেকে ট্যুরের বুকিং কনফার্ম করলে ভিসা প্রসেসিং ফ্রিতে করছি।

এছাড়া মেলাতে গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত ঢাকা রিসোর্টে দিচ্ছে বিশেষ ছাড়। রিসোর্টের ম্যানেজার আজিজুর রহমান বলেন, আমাদের এখানে একদিনে কাপল রুম বুকিং দিলেই আমরা আরেক দিন ফ্রিতে আমাদের কাষ্টমারদেরকে দিচ্ছি। এছাড়া আমাদের রেগুলার বুকিং প্রাইসের উপরেও দিচ্ছি ২০ শতাংশ ছাড়।

ছোট মেয়েকে নিয়ে মেলাতে আসা আইনজীবী কামাল উদ্দিন বিডিমর্নিংকে বলেন, মেলাতদেখতে এসেছি বিশেষ কোনো অফার আছে কিনা। ভালো অফার পেলে বুকিং দিবো। তাছাড়া টানা কাজের চাপ থেকে মুক্তি পেতে ভ্রমণ একমাত্র উপায়। তাই মেলায় আসলাম।

ক্রাউন সিমেন্টের এজিএম জাবেদ বিডিমর্নিংকে বলেন, উদ্দেশ্য ছিল দেখা ভালো কোনো অফার আছে কিনা। কম বেশি সবাই অফার দিচ্ছে। সবথেকে ভালো যাদের অফার তাদের কাছেই বুকিং দিবো।

উল্লেখ্য, মেলায় ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইনসহ অন্যান্য দেশের জাতীয় পর্যটন সংস্থা, উজবেকিস্তানসহ দেশ-বিদেশের ট্যুর অপারেটর, ট্রাভেল অপারেটর, বিমান সংস্থা, হোটেল এবং রিসোর্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ২২০টি স্টল রয়েছে।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রবেশমূল্য ৩০ টাকা। তবে শিক্ষার্থীদের জন্য থাকছে বিটিটিএফের ওয়েবসাইটে (www.bttf.toab.org) নিবন্ধন করে মেলায় আইডি কার্ড প্রদর্শন করে বিনামূল্যে প্রবেশের সুযোগ।

Bootstrap Image Preview