Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

 ফটিকছড়িতে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা 

মনজুর হোসেন, ফটিকছড়ি প্রতিনিধি:
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯, ১০:৩১ AM
আপডেট: ১৭ এপ্রিল ২০১৯, ০৪:০৩ PM

bdmorning Image Preview


দৈনিক আজাদীর ফটিকছড়ি প্রতিনিধি সাংবাদিক সোলাইমান আকাশের উপর হামলা করেছে সন্ত্রাসীরা।

মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুর ইউনিয়নের আজাদী বাজারের সাহারাভিটে নামক এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সাংবাদিক আকাশ মোটরসাইকেলযোগে আজাদী বাজার থেকে বাড়ী ফেরার পথে সাহারা ভিটে নামক এলাকার অন্ধকার স্থানে পৌঁছলে পেছন দিকে মাথায় আঘাত করে একদল মুখোশধারী সন্ত্রাসী। এসময় তারা তাকে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। সন্ত্রাসীদের হাত থেকে বাঁচার জন্য আকাশ চিৎকার করে উঠলে স্থানীয়রা ছুটে আসে। একপর্যায়ে অবস্থা বেগতিক দেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সাংবাদিক আকাশকে চমেকের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতালের দায়িত্বরত পুলিশ কর্মকর্তা শীলাব্রত বড়ুয়া বলেন, 'ফটিকছড়ি থেকে গুরুতর আহত আজাদীর সাংবাদিক আকাশকে  হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়েছে। বাম পা ভেঙ্গে গেছে।'

উল্লেখ্য, সড়ক নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশ করায় গত বছর প্রভাবশালী মহলের ইঙ্গিতে আইসিটি অ্যাক্টের মামলায় আসামি করা হয় আকাশকে। তখন তার পক্ষে মাঠে নামে চট্টগ্রামের সাংবাদিক সমাজ।

এদিকে সাম্প্রতিক সময়ে কিছু সংবাদ প্রকাশ করায় একটি প্রভাবশালী মহল তার ওপর ক্ষুব্ধ ছিল বলেও জানিয়েছেন হামলার শিকার সাংবাদিক আকাশ।

অপরদিকে তার উপর এমন বর্বোরোচিত হামলায় ক্ষুভে ফুঁসছেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চট্টগ্রামের সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, 'আপোষহীন সাংবাদিক আকাশের উপর যারা হামলা চালিয়েছে সেসব দুর্বৃত্তকে চিহ্নিত করে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানাচ্ছি। অন্যথায় চট্টগ্রামের সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।'

Bootstrap Image Preview