Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফটিকছড়িতে ডাকাতিকালে গৃহবধূকে জবাই করে হত্যা  

মনজুর হোসেন, ফটিকছড়ি প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০১৯, ১০:২৭ PM
আপডেট: ১৪ এপ্রিল ২০১৯, ১০:২৭ PM

bdmorning Image Preview


চট্টগ্রামের ফটিকছড়িতে মামনি বালা দে (২৫) নামে এক গৃহবধূকে জবাই করে হত্যা করেছে ডাকাতরা।

রবিবার (১৪ এপ্রিল) আনুমানিক রাত ১টার দিকে উপজেলার ভূজপুর থানাধীন হারুয়ালছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মহানগর গ্রামের ভুবন মহাজনের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর স্বামী রুপন কান্তি দে। তিনি দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছেন।

এ ঘটনায় নিহত গৃহবধূর শ্বাশুড় মিলন কান্তি দে'কে (৫৫) ছুরিকাঘাত করে পেটের নাড়ি-ভুড়ী বের করে ফেলে ডাকাতরা।

নিহত গৃহবধূর শ্বাশুড়ী রমনী দে বলেন, রবিবার আনুমানিক রাত ১টার দিকে ঘরের জানালার পাশে দেওয়াল টপকে ছাদের উপর দিয়ে ঘরে প্রবেশ করে ডাকাতরা। পরে তারা ঘরের জিনিসপত্র এলোমেলো করতে থাকে। এসময় আমি নাতিকে কোলে নিয়ে ঘর থেকে কোনরকমে বাইরে পালিয়ে গিয়ে প্রতিবেশিদের ডাকাতির বিষয়ে অবহিত করলে প্রতিবেশীরা ছুটে আসেন। ততোক্ষণেই ডাকাতরা পুত্রবধুকে জবাই করে হত্যা করে।

এসময় আমার স্বামীকে কুপিয়ে যখম করে ডাকাতরা। লোকজন আসলে পালিয়ে যাওয়ার সময় পাশের বাড়ির সানি নামের এক যুবককে আমি স্বচক্ষে দেখতে পাই। ডাকাতরা যাবার সময় দুটি মোবাইল ফোন ও দুটি টর্চ লাইট নিয়ে যায়।

খবর পেয়ে রাতেই ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থলে আসেন এবং নিহত গৃহবধুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এলাকাবাসী গুরুতর আহত মিলন কান্তিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

ঘটনার সাথে জড়িত থাকতে পারে এমন সন্দেহে ওই এলাকা থেকে তিন যুবককে আটকে করেছে পুলিশ।  

আটককৃতরা হলেন- সানি দাশ (১৯), পিতা অমর দাশ, জয় দেব (১৮), পিতা উজ্জল দেব, তয়ন দে (২২) ও পিতা শ্যামল দে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবদুল্লাহ বলেন, ওই এলাকা ঘটনার জড়িত থাকতে পারে এমন সন্দেহে তিজনকে আটক করেছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।। 

Bootstrap Image Preview