Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পহেলা বৈশাখে হঠাৎ ‘বন্ধ’ ফেসবুক, ইন্সটাগ্রাম ও হোয়াটস অ্যাপ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০১৯, ০৬:১০ PM
আপডেট: ১৪ এপ্রিল ২০১৯, ০৬:১০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখে প্রযুক্তিগত সমস্যার কারণে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইন্সটাগ্রাম ও হোয়াটস অ্যাপ বন্ধ হয়ে গেছে। বাংলাদেশ ছাড়াও ইউরোপ, এশিয়া ছাড়াও যুক্তরাষ্ট্রের কিছু এলাকায় ফেসবুকসহ এসব মাধ্যম ব্যবহারে সমস্যার মুখোমুখি হচ্ছেন গ্রাহকেরা।

রবিবার (১৪ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যমসূত্রে এসব খবর জানা গেছে।

বিকেলে পাঁচটার পর থেকে এ সমস্যার মুখোমুখি হওয়ার কথা জানাচ্ছেন বাংলাদেশের ব্যবহারকারীরাও।

এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, প্রযুক্তিগত সমস্যার কারণেই ফেসবুক ও হোয়াটস অ্যাপ এবং ইন্সটাগ্রাম বন্ধ হয়ে গেছে।

খবরে বলা হয়, বাংলাদেশ সময় রবিবার দুপুরের দিকে এশিয়ার দেশ মালয়েশিয়া, ইউরোপের কয়েকটি দেশের ব্যবহারকারী এবং যুক্তরাষ্ট্রের একটি অংশের ব্যবহারকারীরাও ফেসবুক বন্ধ হয়ে যাওয়ার কথা জানিয়েছেন। অনেকে টুইটারে এ নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট দিতে শুরু করলে বিষটি জানাজানি হয়।

Bootstrap Image Preview