Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

গুগল প্লাসের পরিবর্তে আসছে নতুন অ্যাপ ‘কারেন্টস’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৯, ০৫:৩৬ PM
আপডেট: ১২ এপ্রিল ২০১৯, ০৫:৩৬ PM

bdmorning Image Preview


সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন গুগল তাদের সামাজিক যোগাযোগ মাধ্যাম 'গুগল প্লাস' বন্ধ করেছে বেশ কিছুদিন হলো। এবার ক্ষতিপূরণ মেটাতে তারা নিয়ে আসছে 'কারেন্টস' নামে নতুন একটি অ্যাপ।

এক অফিসিয়াল পোস্টে গুগল জানিয়েছে, গুগল প্লাসের বিকল্প এই নতুন অ্যাপ 'কারেন্টস'। এই অ্যাপটি ব্যবহারকারীদেরকে একে অপরের সাথে গুরুত্বপূর্ণ এবং অর্থপূর্ণ আলোচনা করার সুযোগ দেবে।

প্রতিষ্ঠানটি জানায়, গুগল প্লাসের সবকল প্রয়োজনীয় ফিচার এই অ্যাপে সংযুক্ত করা হয়েছে। নতুন লুক পাবেন ব্যবহারীকারীরা। এ ছাড়া এই অ্যাপের বেটা ভার্সনে ক্লিক করলে আগের গুগল প্লাসকেই পাওয়া যাবে।

এ ছাড়া অ্যাপটির ব্যবহারকারীরা পোস্টে সহজেই একে অপরকে ট্যাগ করতে পারবেন এবং ছবি দিতে পারবেন। পোস্টের নিচে কমেন্ট এবং প্রশ্ন করার সুযোগও পাবেন। অফিসের প্রধানরা তাদের কর্মচারীদের কাছে প্রাইভেট গ্রুপ খুলে অফিসিয়াল বিষয় শেয়ার করতে পারবেন এবং আলোচনায় অংশ নিতে পারবেন।

গুগল জানিয়েছে, এই অ্যাপ ব্যবহার করলে ইকবক্সে মেসেজ পাঠানোর ঝামেলা থাকবে না। অফিসিয়াল কাজের জন্য রয়েছে বিশেষ ফিচার। সেই ফিচারের মাধ্যমে কর্মচারীদের কাছ থেকে যেকোন বিষয়ে পরামর্শ এবং বিভিন্ন আইডিয়া নিতে পারবেন পারবেন মালিকরা। এ ছাড়া কোনো পণ্যের প্রচারের জন্য নির্দিষ্ট ব্যক্তি বা গ্রুপকে টার্গেট করে প্রমোশন চালাতে পারবেন ব্যবসায়ীরা।

Bootstrap Image Preview