Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২১ | ২ বৈশাখ ১৪২৮ | ঢাকা, ২৫ °সে

প্রাথমিক স্কুলের ছাদ ধসে ক্লাসেই নিহত ছাত্রী, আহত ১০

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০১৯, ০৬:২০ PM
আপডেট: ০৬ এপ্রিল ২০১৯, ০৬:২১ PM

bdmorning Image Preview


বরগুনার তালতলীতে ক্লাস চলাকালীন স্কুলের ছাদ ধসে পড়ে মানসুরা নামের ৩য় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১০ জন। গুরুতর আহত অবস্থায় ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৬ এপ্র্রিল) দুপুরে তালতলী উপজেলার ছোটবগী পি. কে. সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, তালতলী উপজেলার ছোটবগী পি. কে. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ক্লাস চলাকালীন হঠাৎ ভবনের মূল বিমের নিচের অংশ শিক্ষার্থীদের মাথার উপরে ধসে পড়ে। এ ঘটনায় অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ৪ জনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মানসুরা নামের এক শিক্ষার্থী মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় রুমা, সাদিয়া ও ইসমাইল নামের তিন জন শিক্ষার্থীকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাকেরীন জাহান জানান, তার শাশুড়ির অসুস্থতার কারণে তিনি ছুটিতে ছিলেন। বিম ধসে শিক্ষার্থী আহত হওয়ার খবর পেয়ে আহত শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি করেছেন।

Bootstrap Image Preview