Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নড়াইলে দু'পক্ষের সংঘর্ষে ৭টি বাড়ি ভাংচুর, মহিলা-প্রতিবন্ধীসহ আহত ১২ 

শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০১৯, ০৬:৩৭ PM
আপডেট: ০৫ এপ্রিল ২০১৯, ০৬:৩৭ PM

bdmorning Image Preview


নড়াইলের লোহাগড়ার মাটিয়াডাঙ্গা গ্রামের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে মহিলা, প্রতিবন্ধীসহ ১২ জন আহত হয়েছেন। এসময় ৭টি বাড়ি ভাংচুর করা হয়।

শুক্রবার (৫ এপ্রিল) দুপুরের এ ঘটনাটি ঘটে। আহতদেরকে লোহাগড়া হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে লুখাই মোল্যাকে (৫৬) ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কোটাকোল ইউপির মাটিয়াঙ্গা গ্রামের মিলাদ শেখ সমর্থিত লোকজনদের সাথে একই গ্রামের নান্নু শেখ সমর্থিত লোকজনদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার দুপুরের দিকে মোমরেজ শেখের ছেলে আসলাম শেখ (১৯) প্রতিবেশী ছানছার শেখের মেয়ে মিম খানমকে (১২) তুচ্ছ ঘটনায় চড়-থাপ্পড় মারেন।

এসময় মিমের দাদী কুটি বিবি প্রতিবাদ করলে আসলাম কুটি বিবিকে মারধর করে। এঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজনদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রামদা, ঢাল-সড়কি, লাঠিসোঠা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে প্রতিবন্ধি শিশু ইমন শেখ (৫), ছানছার মোল্যা (৩৮), লুখাই মোল্যা (৫৬), আমিরুল শেখ (১৮), রাসেল সরদার (২১), আজিবর মোল্যা, লতিফা বেগম (২৮), চম্পা বেগম (৪০), মুক্তা (৩১) ও শিরিনা বেগম (২৬) আহত হয়।

সংঘর্ষের সময় প্রতিপক্ষ ছানছার মোল্যা, ইউপি সদম্য শহিদুল মোল্যা, ইমান শেখ, বিল্লাল সরদার, আরিফ সরদার, মিরচান সরদার ও আজাদ সরদারের বাড়ি ভাংচুর করে। গুরুতর আহত ছানছার মোল্যা, লুখাই মোল্যা, আমিরুল শেখ, রাসেল সরদারকে রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর মধ্যে লুখাই মোল্যা‘র (৫৬) অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে দুপুরেই ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি প্রবীর বিশ্বাস বলেন, বর্তমান ওই এলাকা শান্ত রয়েছে। জনপ্রতিনিধিদের সহযোগিতায় সৃষ্ঠ বিবাদ মিমাংশার চেষ্টা করা হবে।

Bootstrap Image Preview