Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নড়াইলে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ
প্রকাশিত: ০২ এপ্রিল ২০১৯, ০৭:২৮ PM
আপডেট: ০২ এপ্রিল ২০১৯, ০৭:৪৩ PM

bdmorning Image Preview


নড়াইলে 'সহায়ক প্রযুক্তির ব্যবহার ও অটিজম বৈশিষ্ট্য ব্যক্তির অধিকার' এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব অটিজম সচেনতা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে নড়াইল জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দুপুরের দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। 

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রতন কুমার হালদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আনজুমান আরা।

বিশেষ অতিথি জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলাম, নড়াইল পৌরসভার মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদফতর, নড়াইলের উপ-পরিচালক চিন্ময় রায়, পরিবার পরিকল্পনা বিভাগ, নড়াইলের উপ-পরিচালক মো. শামছুল আলম প্রমুখ।

সভা শেষে একটি ট্রাই সাইকেল, দু'টি হুইল চেয়ার, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও ক্ষুদ্র সম্প্রদায়ের ৪০ জন শিক্ষার্থীকে ৪ হাজার টাকা করে মোট ১ লাখ ৬০ হাজার টাকার অনুদান, ৪৫ জন অসচ্ছল প্রতিবন্ধী এবং বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর ৫ জনকে ভাতা প্রদান করা হয়। 

Bootstrap Image Preview