Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফটিকছড়িতে ঘুষের টাকাসহ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আটক

মনজুর হোসেন, ফটিকছড়ি প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ১০:১২ PM
আপডেট: ২৮ মার্চ ২০১৯, ১০:১২ PM

bdmorning Image Preview


চট্টগ্রামের ফটিকছড়িতে ঘুষের টাকাসহ আজিমেল কদর নামে এক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে আটক করেছে দুদক।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকাল ৩টায় উপজেলার সদরের নিজ কার্যালয় থেকে মো.আজিমেল কদর নামে ওই শিক্ষা কর্মকর্তাকে আটক করেন দুদক কর্মকর্তারা। এসময় তার অফিসের ড্রয়ার থেকে ঘুষের ১০হাজার টাকাও উদ্ধার করা হয়।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম -১ এর উপ পরিচালক লুৎফুল কবির চন্দন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তাছলিমা আক্তার নামে এক শিক্ষিকার কাছ থেকে বদলি জনিত বিষয়ে ঘুষের টাকা লেনদেন হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে দুদক টিম সেখানে অভিযান চালায়। এসময় উক্ত শিক্ষা কর্মকর্তার টেবিলের ড্রয়ার থেকে নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। এর আগেও এই শিক্ষিকার কাছ থেকে ৫ হাজার টাকা নিয়েছিলেন তিনি। এ ব্যাপারে মামলা প্রস্তুতি চলছে বলে জানান এ দুদক কর্মকর্তা।

ফটিকছড়ির পাইন্দং বেড়াজালি সরকারি প্রাথমিক বিদ্যলয়ের সহকারী শিক্ষিকা তাছলিমা আক্তার বলেন, দৌলতপুর পূর্ব ফরহাদাবাদ নুরকাজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলির জন্য আবেদন করেন তিনি। তাকে সেখানে বদলি করতে হলে ঘুষ বাবদ ৩০ হাজার টাকা দাবি করেন শিক্ষা কর্মকর্তা আজিমেল কদর। অন্যথায় বদলির আদেশ দেয়া হবেনা বলে জানান ওই শিক্ষা কর্মকর্তা।

বার বার অনুরোধ করার পরেও গত ২০ মার্চ ৫ হাজার টাকা দেন তাছলিমা। কিন্তু তাতেও বদলির আদেশ দেননি শিক্ষা কর্মকর্তা। উল্টো বাকি টাকার জন্য চাপ প্রয়োগ করেন।

তাছলিমা আরও বলেন, উপায় না দেখে আজকে আরো ১০ হাজার টাকা দেয়ার সিদ্ধান্ত নেন। তবে বিষয়টি তিনি আগ থেকেই দুদককে অবহিত করে রাখেন। বিকাল ৩টার সময় ১০ হাজার টাকা লেনদেন করতে গেলে দুদক টিম হাতেনাতে টাকাসহ আটক করে আজিমেল কদরকে।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক কর্মকর্তা জানান, ঘুষের সাথে অনেক শিক্ষক নেতার দালালি সংশ্লিষ্টতার অভিযোগ পেয়েছি।তদন্ত করে ব্যবস্থা নেব।    

Bootstrap Image Preview