Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ঢাকার বাজারে হুয়াওয়ের ভাঁজযোগ্য স্মার্টফোন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ০৮:২০ PM
আপডেট: ২৬ মার্চ ২০১৯, ০৮:২০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


স্মার্টফোন জগতে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় ভাঁজযোগ্য স্মার্টফোন। ইতোমধ্যে স্যামসাং, হুয়াওয়ে, শাওমি, মটোরোলাসহ আরও কিছু প্রতিষ্ঠান এ ধরনের ডিভাইস প্রদর্শন করেছে। তবে বাংলাদেশে প্রথম ভাঁজযোগ্য স্মার্টফোন প্রদর্শন করেছে হুয়াওয়ে। সম্প্রতি ঢাকার একটি হোটেলে এটা প্রদর্শন করা হয়।

হুয়াওয়ের ভাঁজযোগ্য স্মার্টফোনের নাম মেইট-এক্স। বার্সেলোনায় অনুষ্ঠিত এবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ভাঁজযোগ্য স্মার্টফোনটি প্রদর্শন করে তারা। তখন ইভেন্টে আসা দর্শনার্থীদের খুব কাছ থেকে এই ফোন পর্যবেক্ষণের সুযোগ দেয় প্রতিষ্ঠানটি। অবশ্য হুয়াওয়ের প্রদর্শনীর এক সপ্তাহ আগে এ ধরনের স্মার্টফোন প্রদর্শন করে স্যামসাং।

তখন বিবিসি এক প্রতিবেদনে জানায়, ভাঁজ করা এবং ভাঁজ ছাড়া- এই দুটি অবস্থাতেই স্যামসাংয়ের চেয়ে আকারে বড় হবে হুয়াওয়ের স্মার্টফোনটি। একইসঙ্গে তুলনামূলকভাবে এটি বেশ সরুও হবে।

তবে স্যামসাং ফোল্ড-এর মতো এতে কোনও সেকেন্ড ডিসপ্লে থাকবে না। আনফোল্ড অবস্থায় মেইট-এক্সের স্ক্রিনের আকার হবে ৮ ইঞ্চি। অন্যদিক ফোল্ড বা ভাঁজ করার পর একপাশে স্ক্রিনের আকার হবে ৬ দশমিক ৮ ইঞ্চি এবং অন্যপাশে ৬ দশমিক ৬ ইঞ্চি।

Bootstrap Image Preview