Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘ইভিএম ব্যবহার হলে ৮ জনের প্রাণহানি এড়ানো যেত’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ মার্চ ২০১৯, ০৭:৪১ PM
আপডেট: ২২ মার্চ ২০১৯, ০৭:৪১ PM

bdmorning Image Preview


ইভিএম ব্যবহার হলে ৮ জনের প্রাণহানি এড়ানো যেত বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম।

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে শুক্রবার সকালে পটুয়াখালী সরকারি কলেজে নির্বাচনসংশ্লিষ্টদের ইভিএম বিষয়ে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নির্বাচন কমিশনার বলেন, ‘ইভিএম ব্যবহারের ফলে দ্রুত ভোটের ফলাফল ঘোষণা করা যায়। রাঙ্গমাটিতে যদি ইভিএম ব্যবহার করা হতো তবে হয়তো ৮টি মানুষের প্রাণহানি এড়ানো যেত। দ্রুত ফলাফল ঘোষণা করে সূর্য ডোবার আগেই তারা ফিরে আসতে পারতেন।’

পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফাসহ প্রশিক্ষণে অংশ নেয়া কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

আগামী ৩১ মার্চ পটুয়াখালী জেলার ৭টি উপজেলায় চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে পটুয়াখালী সদর উপজেলার সব ভোটকেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Bootstrap Image Preview