Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মরদেহ পৌছে দিতে গিয়ে নিহত হলেন এ্যাম্বুলেন্স চালক

শামীম খান, মাগুরা প্রতিনিধিঃ
প্রকাশিত: ২২ মার্চ ২০১৯, ১১:৪৯ AM
আপডেট: ২২ মার্চ ২০১৯, ১১:৫৭ AM

bdmorning Image Preview


মাগুরা-যশোর সড়কের মঘি ঢাল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আবুল হোসেন (৩০) নামে এক লাশবাহী এ্যাম্বুলেন্সের চালক নিহত হয়েছে। এসময় আরও ৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২২ মার্চ) ভোরে এ দুর্ঘটনাটি ঘটে। 

আহতদের মাগুরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া  হয়েছে। নিহত এ্যাম্বুলেন্স চালক আবুল হোসেনের বাড়ি গোপালগঞ্জ জেলায়। 

মাগুরা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) লিটন জানান, ঢাকা থেকে খুলনাগামী একটি লাশবাহী এ্যাম্বুলেন্স ঘটনা স্থলে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই এ্যাম্বুলেন্স চালক আবুল হোসেনের মৃত্যু হয়। এসময় এ্যাম্বুলেন্সে থাকা অপর ৫ জন আহত হন।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা হয়েছে। সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে লাশের সাথে থাকা ৫ জনকে লাশসহ অন্য একটি এ্যাম্বুলেন্সে গন্তব্যে পাঠানো হয়েছে। 

লাশবাহী এ্যাম্বুলেন্সে থাকা মৃত সালমা বেগমের মেয়ে ময়না বেগম জানান, তারা পরিবারের ৫ সদস্য সালমা বেগমের লাশ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে খুলনার ডুমুরিয়ায় নিজ বাড়িতে যাচ্ছিলেন।  



 

Bootstrap Image Preview