Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জরিমানা দিয়ে রেহাই পেলেন রোনালদো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ মার্চ ২০১৯, ০৯:২৪ AM
আপডেট: ২২ মার্চ ২০১৯, ০৯:২৬ AM

bdmorning Image Preview


চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনাল পর্বের ফিরতি লেগের ম্যাচে অ্যাটলেটিকোর বিরুদ্ধে হ্যাটট্রিক করে আপত্তিকর গোল সেলিব্রেশন৷ যার জেরে বেশ বেশ কিছু দিন ধরে রোনালদোর নিষেধাজ্ঞার গুঞ্জনই চাউর ছিল। শেষ পর্যন্ত নিষেধাজ্ঞা নয়, জরিমানা দিয়েই পার পাচ্ছেন এ জুভেন্টাস তারকা। চ্যাম্পিয়ন্স লিগে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে গোল করার পর অসমীচীন আচরণের দায়ে তাকে ২০ হাজার ইউরো জরিমানা করেছে উয়েফা।

অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠে প্রথম পর্বের ম্যাচে জুভেন্টাসকে ২-০ ব্যবধানে হারিয়ে আপত্তিকর সেলব্রিশন করেছিলেন অ্যাটলেটিকোর বস সিমিওনে৷ বদলার ম্যাচ জিতে পাল্টা সেই একই আপত্তিকর ইঙ্গিতে সেলব্রিশন করেন রোনালদো৷

তারপর তার বিরুদ্ধে শাস্তির দাবি জোড়ালো হয়৷ শেষ পর্যন্ত শাস্তি এড়াতে পারলেন না সিআর সেভেন৷ আপত্তিকর গোল সেলিব্রেশনের জন্য অ্যাটলেটিকোর কোচ সিমিওনের বিরুদ্ধে ১৯.৬১০ হাজার ইউরো জরিমানা ঘোষণা করা হয়েছিল৷ এবার রোনালদোর বিরুদ্ধে শাস্তি স্বরূপ ২০ হাজার ইউরো জরিমানা করল উয়েফা৷

ফিফার জরিমানায় এই যাত্রায় রক্ষা পাওয়ায় আয়াক্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ থেকেই রোনালদোকে পাচ্ছে জুভেন্টাস।

Bootstrap Image Preview