Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মোরিনহোর চোখে মেসি-রোনালদো অপেক্ষা মূল্যবান এমবাপে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ০২:৩৩ PM
আপডেট: ১৯ মার্চ ২০১৯, ০২:৩৩ PM

bdmorning Image Preview


গত বিশ্বকাপে সেরা নতুন খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা কিলিয়ান এমবাপে। আগামীদিনের ভবিষ্যত্‍ বলা হচ্ছে তাঁকে। প্যারিস সেন্ট জার্মেই হয়ে দু'বার ফরাসি লিগ জিতেছেন। সেই এমবাপের প্রশংসায় এবার পঞ্চমুখ বিশ্বের অন্যতম জনপ্রিয় কোচ জোসে মোরিনহো। এমবাপের বয়স এবং দক্ষতার কারণে মেসি এবং রোনাল্ডোর চেয়ে তাঁকে এগিয়ে রাখলেন পর্তুগিজ কোচ।

বিইন স্পোর্টসকে দেওয়া সাক্ষাত্‍কারে তিনি জানান, 'এমবাপের মতো খেলোয়াড়ের ভবিষ্যতের ব্যাপারে আপনি যখন কথা বলেন, তখন আপনাকে না বললেও চলবে যে আগামী পাঁচ বছর কিংবা দশ বছরের মধ্যে ও কী হতে চলেছে। ওকে ভালো করে লক্ষ্য করুন। ও দুর্দান্ত ফুটবলার হবে। ওর বয়সের কথা মাথায় রেখে যদি আপনি মেসি, রোনাল্ডো ও নেইমারের বয়সের কথা ভাবেন, তাহলে আমার মনে হয়ে ও এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। ফুটবলের মানের দিক দিয়ে একটা কথাই যথেষ্ট। ও দুর্দান্ত'।

Bootstrap Image Preview