Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জীবিত গরুর পেটে করে ইয়াবা পাচার করতো তারা

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ১০:০৪ AM
আপডেট: ১৯ মার্চ ২০১৯, ১০:০৪ AM

bdmorning Image Preview


হবিগঞ্জে একাধিক মাদক মামলার আসামি মাদক ব্যবসায়ী বলু মিয়া (৩৫) ও তার সহযোগী মিজানুরকে অবশেষে আটক করেছে পুলিশ। এ সময় তাদের দেহ তল্লাশি করে ১২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার (১৮ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তেঘরিয়া গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ বলু মিয়া উপজেলার সিংহগ্রামের মোসলেম উদ্দিন এর পুত্র এবং তার সহযোগী মিজানুর রহমান একই উপজেলার রাঢ়িশাল (লম্বাহাটি) গ্রামের রহমত আলীর পুত্র।

এসআই রকিবুল ইসলাম জানান, আটককৃত বলু মিয়ার পেশা কসাই। দীর্ঘদিন ধরে সে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর থেকে ব্যবসার জন্য গরু আনত। এর মধ্যে সে অভিনব কায়দায় অবলম্বন করে জীবিত গরুর পেটের ভেতরে করে ইয়াবা পাচার করে আসছিল।

এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, আটককৃত বলু মিয়ার পেশা কসাই। দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এ ছাড়াও তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

Bootstrap Image Preview