Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ঝিনাইদহের ১০৭ ইটভাটার ৮৯'টিতেই নেই ছাড়পত্র-নিবন্ধন, নীরব প্রশাসন

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ০৯:৪০ AM
আপডেট: ১৯ মার্চ ২০১৯, ০৯:৪০ AM

bdmorning Image Preview


ঝিনাইদহ জেলায় ফসলি জমিতে গড়ে উঠেছে অধিকাংশ ইটভাটাগুলো। আবার ইট পোড়াতে বাগানের হাজার হাজার মণ কাঠ ব্যবহার করা হচ্ছে। সুবিধার্তে কাঠ চেরাই করার জন্য ইটভাটার পাশে স-মিল (করাতকল) বসিয়ে নেয়া হয়েছে।

স্থানীয়ভাবে প্রভাবশালি ও রাজনৈতিক ছত্রছায়ায় আইনকে অমান্য করে ইটভাটা তৈরি করে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে শুধু বনই উজাড় হচ্ছে না, পরিবেশেও বিরূপ প্রভাব পড়ছে। এ ক্ষেত্রে প্রশাসনের কর্তারাও দেখেও না দেখার ভান করছে।

ইটভাটা সমিতি সূত্রে জানা গেছে, ঝিনাইদহ জেলার ৬টি উপজেলায় ১শ' ৭টি ইটভাটা রয়েছে।

জেলা প্রশাসনের তথ্যমতে, জেলায় ৯২টি ইটভাটা রয়েছে। যার মধ্যে ১৮টি পরিবেশ অধিদফতরের ছাড়পত্রসহ নিবন্ধন রয়েছে। আর বাকি ৭৪টি ইটভাটা রয়েছে অবৈধ।

ইট প্রস্তুত এবং ভাটা স্থাপনা (নিয়ন্ত্রণ) আইন ২০১৩-এর ৮ ধারা অনুযায়ী, লোকালয় ও কৃষি জমিতে ইটভাটা তৈরি দণ্ডনীয় অপরাধ। কিন্তু কর্মকর্তাদের উদাসিনতা এবং ইটভাটা মালিকেরা স্থানীয়ভাবে প্রভাবশালি ও রাজনৈতিক ছত্রছায়ায় আইনকে অমান্য করে ইটভাটা গড়ে তোলেন। যে কারণে কোন সময় অভিযোগ উঠলেও বৃদ্ধাঙ্গলি দেখিয়ে কার্যক্রম চালিয়ে যেতে সক্ষম হয় বলে অভিযোগ উঠেছে। অধিকাংশ ইটভাটাগুলোই ফসলি জমিতে করা হয়েছে, যার ফলে পাশের জমিগুলোর ফসল ছাই ও ধোয়ার কারণে নষ্ট হচ্ছে।

অন্যদিকে তাদের কোন বৈধ লাইসেন্স নেই। তারা আইন-কানুনের তোয়াক্কা না করে ফসলি জমিতে ও অবাধে কাঠ পোড়াচ্ছেন। সেই সাথে ব্যারেল চিমনিও ব্যবহার করছেন মফস্বলের ইটভাটাতে। কৃষকের অভাবের সুযোগে কম দামে গাছপালা কিনছে। আর উজার করা হচ্ছে বন।

ঝিনাইদহ সদর, হরিনাকুন্ডু, শৈলকুপা ও কালীগঞ্জ মহাসড়কের পাশের দুটি এবং কোটচাঁদপুর সড়কের কালীগঞ্জের মধ্যে ২টি ইটভাটায় দেখা যায় কাঠ পোড়ানো হচ্ছে। একটি ইটভাটায় ব্যারেল চিমনি ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলায় গড়ে উঠেছে নতুন নতুন অনুমোদনহীন ইটভাটা। অনুমোদনের জন্য আবেদন কেরই চলছে বছরের পর বছর।

এ ব্যাপারে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেন, আমরা খুব দ্রুত অবৈধ ও পরিবেশ দূষণকারী ইটভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। উন্নয়নের ধারা অব্যহত রাখতে প্রচুর পরিমাণ ইটের প্রয়োজন। ফলে পরিবেশবান্ধব ইটভাটা তৈরিতে অনুরোধ জানাবো।

Bootstrap Image Preview