Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

উপজেলা নির্বাচন: ২৫ উপজেলায় সেনাবাহিনী মোতায়েন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মার্চ ২০১৯, ১১:৩৮ AM
আপডেট: ১৭ মার্চ ২০১৯, ১১:৩৮ AM

bdmorning Image Preview


আসন্ন পঞ্চম উপজেলা নির্বাচনে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার ২৫ উপজেলায় নির্বাচনের সময় সেনাবাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (১৬ মার্চ) নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ এই তথ্য জানিয়েছেন।

হেলালুদ্দীন আহমদ বলেন, যে কোনো ধরনের সহিংসতা এড়াতে সুষ্ঠুভাবে ভোটগ্রহণের লক্ষে এই তিন পার্বত্য জেলার ২৫টি উপজেলায় নির্বাচনী দায়িত্বে সেনাবাহিনীকে রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

সচিব বলেন, পাহাড়ে আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যে আধিপত্য বিস্তার নানা ধরনের ঝামেলা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। পাহাড়ের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সব সময় কাজ করে থাকে। যাতে কোনো পক্ষ নির্বাচনে প্রভাব বিস্তার না করতে পারে সেজন্য আমরা সেনাবাহিনীকে ভোটের দিন দায়িত্ব পালন করার অনুরোধ জানিয়েছিলাম। তাই সেনাবাহিনী এক দিনের জন্য অর্থাৎ ভোটের দিন সেখানে দায়িত্ব পালন করবে।

উল্লেখ্য, আগামী ১৮ মার্চ সোমবার দ্বিতীয় ধাপে ১১৫ উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোট ৪৮ জন প্রার্থী নির্বাচিত হচ্ছে বলে জানিয়েছে ইসি। এদের ভেতরে উপজেলা চেয়ারম্যান ২৩ জন, ভাইস চেয়ারম্যান ১৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ১২ জন।

Bootstrap Image Preview