Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলায় অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রীর নিন্দা ও শোক

অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ১৬ মার্চ ২০১৯, ০৪:১৫ PM
আপডেট: ১৬ মার্চ ২০১৯, ০৪:১৫ PM

bdmorning Image Preview


নিউজিল্যাণ্ডের ক্রাইস্টচার্চের মসজিদে আজ সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এফ‌সিএ, এমপি ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

হামলায় দু ‘জন বাংলাদেশীসহ ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তারা নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। একইসাথে মন্ত্রীদ্বয় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য গতকাল নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে জুমার নামাজের সময় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে তিনজন বাংলাদেশিসহ ৪৯ জন নিহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন অন্তত ৪৮ জন।

শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ডিন্স এভিনিউর আল নূর মসজিদ ও লিনউড এলাকার লিনউড মসজিদে এ গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন এক নারীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। বিকালে সাংবাদিক সম্মেলনে হামলায় হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন নিউজিল্যান্ডের পুলিশ কমিশনার মাইক বুশ। এ ঘটনাকে সন্ত্রাসী হামলা ও দেশের অন্ধকারতম একটি দিন হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আরদার্ন।

Bootstrap Image Preview