Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাতে রিয়ালে জিদানের দ্বিতীয় ইনিংসের শুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০১৯, ০১:০৩ PM
আপডেট: ১৬ মার্চ ২০১৯, ০১:০৩ PM

bdmorning Image Preview


শনিবার রাতে রিয়াল মাদ্রিদে কোচ হিসেবে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করছেন জিনেদিন জিদায়। আর রাত ৯.১৫ মিনিটের ম্যাচে তার প্রথম প্রতিপক্ষ সেল্টা ভিগো।সান্তিয়াগো বার্নাব্যুতে থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন টু।

সান্তিয়াগো সোলারিকে সরিয়ে জিদানে ফের ভরসা রাখতে চাইছে রিয়াল মাদ্রিদ। কিন্তু এখন তাঁর সামনে চ্যালেঞ্জ টিমকে তৈরি করা। এই প্রসঙ্গেই উঠেছে আরও একটি প্রশ্ন। গ্যারেথ বেলকে কি টিমে রাখবেন? আগের বার বেলের উপর খুব বেশি ভরসা রাখেননি। কিন্তু এই মুহূর্তে কোনও বিতর্ক তৈরি করতে চাইছেন না। জিদানের কথায়, 'লা লিগায় এখনও ১১টা ম্যাচ আছে। আমি গ্যারেথের উপর ভরসাই করব। হয়তো এই কথাটা আমাকে অনেকবার বলতে হবে। কিন্তু গ্যারেথ খেলার জন্য তৈরি।'

সোলারির আমলে আবার অনেক ম্যাচেই বসে কাটিয়েছেন ইস্কো। যিনি জিদানের প্রিয় ছিলেন। তাঁর প্রসঙ্গে জিদানের মত, 'ইস্কো শুধু ফুটবলটা খেলতে চায়। আর কিছু নয়। আমি ইস্কোর উপরেও ভরসা রাখছি। সত্যি বলতে, আমি সব প্লেয়ারেই আস্থা রাখছি। সবাই যে টিমে গুরুত্বপূর্ণ সেটা বোঝানোটাই আসল কাজ।'

এই মুহূর্তে ২৭ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রিয়াল মাদ্রিদ। ৬৩ পয়েন্টে থাকা বার্সেলোনা প্রায় ধরাছোঁয়ার বাইরে। কিন্তু আতলেতিকো মাদ্রিদকে (৫৬) টপকে দু'নম্বরে আনাই জিদানের চ্যালেঞ্জ এখন।

Bootstrap Image Preview