Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নড়াইলে কার্গোর ধাক্কায় ৩৫ যাত্রী নিয়ে ট্রলারডুবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০১৯, ০৯:১৫ AM
আপডেট: ১৬ মার্চ ২০১৯, ০৯:১৫ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


নড়াইলের নবগঙ্গা নদীতে সিমেন্টবোঝাই কার্গোর ধাক্কায় যাত্রীবাহী একটি ট্রলারডুবির গেছে। এই ট্রলারে প্রায় ৩৫ যাত্রী ছিল। এ ঘটনায় ট্রলারে থাকা দুটি মোটরসাইকেল ও একটি ভ্যান নদীতে ডুবে যায়। যাত্রীরাও সাঁতরে তীরে উঠতে পেরেছে বলে জানান স্থানীয়রা।

শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাজন এলাকায় নবগঙ্গায় এ দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে বড়দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জসিম উদ্দিন বলেন, সিমেন্ট বোঝাই কার্গো খুলনা থেকে বরিশাল যাচ্ছিল। আর যাত্রীবাহী ট্রলারটি বড়দিয়া থেকে মহাজন ঘাটের দিকে আসছিল। এসময় কার্গোর ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।

এ ঘটনায় কেউ নিখোঁজ আছেন কিনা, সেজন্য পুলিশ নদীতে টহল দেয়। তবে সবাই সাঁতরে তীরে উঠেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

Bootstrap Image Preview