Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সতীর্থদের সুস্থতায় আল্লাহর প্রতি সাকিবের কৃতজ্ঞতা প্রকাশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ মার্চ ২০১৯, ০৩:২৬ PM
আপডেট: ১৫ মার্চ ২০১৯, ০৩:২৬ PM

bdmorning Image Preview


সম্ভাবনা ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে তার দলে ফেরার। তবে হাতের ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় যাওয়া কিউইদের দেশে। বলছি সাকিব আল হাসানের কথা। যিনি ইনজুরি থেকে সুস্থ হওয়ার জন্য গেল এক মাস ধরেই লড়াই করে যাচ্ছেন। 

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার অল্পের জন্য প্রাণে বেঁচেছেন সাকিব আল হাসানের সতীর্থরা। ৩/৪ মিনিট সময়ের হেরফের হলেই ঘটে গেল বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে কালো দিন। তবে ভাগ্যের জোরে নিরাপদে আছেন সাকিবের সতীর্থ তামিম-মুশফিকরা। এই ঘটনার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আল্লাহ্‌’র প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সাকিব। 

সাকিব তার ভেরিফাইন টুইটার একাউন্টে লেখেন, ‘নিউজিল্যান্ডে হওয়া হামলার ব্যাপারে কিছু বলার ভাষা নেই আমার। শুধু এটুকু বলতে চাই যে মহান আল্লাহ্‌’র প্রতি আমি কৃতজ্ঞ যে তিনি আমার ভাই, আমার সতীর্থদের রক্ষা করেছেন। আলহামদুলিল্লাহ্‌।’

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিন্ন এক বার্তায় সাকিব লিখেন, ‘যেকোনো ধরনের জঙ্গি কর্মকাণ্ড কখনোই সমর্থনযোগ্য নয়। এটার মাত্রা আরও তীব্র হয়ে যায় যখন নামাজ পড়তে থাকা নিরীহ মানুষদের ওপর হামলা করা হয়।

আমার দোয়া থাকবে এই কাপুরোষিচিত হামলায় হতাহতদের জন্য। আমি আল্লাহ্‌কে ধন্যবাদ জানাতে চাই আমাদের দলকে এই হামলার হাত থেকে নিরাপদ রাখায় এবং সুস্থ্যভাবে হোটেলে ফেরত নেয়ায়।’

Bootstrap Image Preview