Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যে কারণে দেরিতে আসবে অ্যাপলের ৫জি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ মার্চ ২০১৯, ০৮:১৯ PM
আপডেট: ১৪ মার্চ ২০১৯, ০৮:৪১ PM

bdmorning Image Preview


ভাঁজযোগ্য এবং ফাইভ-জি প্রযুক্তির স্মার্টফোন নিয়ে প্রযুক্তিজগত বেশ সরব। স্যামসাং, হুয়াওয়ে এবং মটোরোলা এরই মধ্যে ভাঁজযোগ্য ও ফাইভ-জি প্রযুক্তির স্মার্টফোন প্রদর্শন করেছে। কিন্তু বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও ঘোষণা দেয়নি।

ম্যাকরিউমার্স (ম্যাক এবং অ্যাপল সম্পর্কিত তথ্য সরবরাহকারী)- এর বরাত দিয়ে ভারতীয় প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম গেজেটস নাউ জানিয়েছে, ২০২০ সালের আগে অ্যাপলের কোনও ফাইভ-জি প্রযুক্তির ফোন আসবে না।

এ খবর শুনে স্বাভাবিকভাবেই কিছুটা হতাশ হচ্ছেন আইফোনপ্রেমীরা। পাশাপাশি আইফোনে ফাইভ-জি আসতে কেন এতো দেরি হবে সেটাও জানতে চাচ্ছেন। গ্রাহকদের কৌতূহল মেটাতে ব্রিটিশ আর্থিক প্রতিষ্ঠান বার্কলেস-এর গবেষণার ভিত্তিতে আইফোনে ফাইভ-জি দেরিতে আসার প্রধান দুটি কারণ চিহ্নিত করেছে ম্যাকরিউমার্স।

প্রথমত, আইফোনের জন্য ফাইভ-জি মডেম তৈরি করতে গত নভেম্বরে ইন্টেলকে অনুরোধ করে অ্যাপল। কিন্তু প্রতিষ্ঠানটি চলতি বছরের শেষে এ ধরনের মডেম তৈরি করতে পারবে, তার আগে নয়। ফলে অ্যাপলের ফাইভ-জি ফোন আসতে সময় লাগবে।

দ্বিতীয়ত, কোয়ালকমের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না অ্যাপলের। এ কারণে কোয়ালকমের ফাইভ-জি মডেম তৈরি থাকলেও অ্যাপল তা নিতে পারছে না। বর্তমানে অ্যাপল এবং কোয়ালকমের মধ্যে মামলা চলছে। যতদিন এর সুরাহা না হবে ততদিন কোয়ালকমের তৈরি ফাইভ-জি মডেম ব্যবহার করতে পারবে না অ্যাপল। এ কারণে ধরে নেয়া হচ্ছে ২০২০ সালের আগে ফাইভ-জি ফোন পাবেন না আইফোনপ্রেমীরা।

Bootstrap Image Preview