Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

হিলি স্থলবন্দরে অটোমেটেড সিস্টেম চালুকরণ বিষয়ে মতবিনিময় সভা

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৯, ০৪:০১ PM
আপডেট: ১৩ মার্চ ২০১৯, ০৪:০১ PM

bdmorning Image Preview


হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম হিলিপাস অটোমেটেড সিস্টেম চালুকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কাস্টমসের সকল কার্যক্রম কম্পিউটারাইজড পদ্ধতিতে করতে আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্টদের নিয়ে এ সভা করেছে হিলি স্থল শুল্ক স্টেশন কর্তৃপক্ষ।

বুধবার (১৩ মার্চ) দুপুরে হিলি স্থল শুল্ক স্টেশন আয়োজনে পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সন্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বন্দরের আমদানি রফতানিকারক ও সিএন্ডএফ এজেন্টগণ অংশগ্রহণ করেন।

হিলি স্থল শুল্কস্টেশনের যুগ্মকমিশনার মীর আবু আব্দুল্লাহ আল সাদাতের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, পৌরমেয়র জামিল হোসেন চলন্ত, রংপুর কাস্টম হাউজের সহকারী প্রোগ্রামার আব্দুল মমিন, রাজস্ব কর্মকর্তা আব্দুল হালিম, মোফিজুর রহমান, সামসুল হক, আমদানি রফতানি কারক গ্রুপের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ আমদানিকারক, রফতানিকারক ও সিএন্ডএফ এজেন্টগণ।

মতবিনিময় সভায় কাস্টমস কর্মকর্তারা হিলিপাস অটোমেটেড সিস্টেম চালুকরণ বিষয়ে সকলকে জানান। সম্প্রতি বেনাপোলে এই পদ্ধতি চালু করা হয়েছে দ্বিতীয় হিসেবে হিলি স্থলবন্দর চালুর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এটি চালু হলে বন্দরের আমদানি রফতানিসহ কাস্টমসের সকল কার্যক্রম অটোমেটেড সিস্টেমের আওতায় চলে আসবে এর ফলে বন্দরের কার্যক্রম আরো গতিশীল হবে, যার ফলে ব্যবসায়ীদের পণ্য আমদানিতে ও বন্দর থেকে ছাড়করণ করতে সময় কম লাগবে বলেও জানান। 

Bootstrap Image Preview