Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘পিস্তল আছে গুল্লি নাই, তোরা ভুয়া র‌্যাব’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০১৯, ০৬:০৭ PM
আপডেট: ১২ মার্চ ২০১৯, ০৬:০৭ PM

bdmorning Image Preview


‘পিস্তল আছে গুল্লি নাই, তোরা ভুয়া র‌্যাব’। একপর্যায়ে র‌্যাব সদস্যদেরকে বঁটি দা নিয়ে ধাওয়াও দেন।

সোমবার রাতে হবিগঞ্জের নবীগঞ্জে  উত্তর গজনাইপুর গ্রামের বিজনা নদীর তীরবর্তী মাদক ব্যবসায়ী হাসনা বেগমের বাড়িতে র‌্যাব অভিযানে গেলে এ ঘটনা ঘটে।

পরে র‌্যাব সদস্যরা হাসনা বেগম ও তার সহযোগী মিজানুর রহমানকে আটক করে। তার ঘর থেকে ৫৭০ পিচ ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ১ লাখ ২৭ হাজার ৩৬৭ টাকা জব্দ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের এএসপি মো. আনোয়ার হোসেন শামীম।

তিনি জানান, এর আগেও বেশ কয়েকবার চেষ্টা করে এ সিন্ডিকেটকে আইনের আওতায় আনা সম্ভব হচ্ছিল না। 'ডাকাত ডাকাত' বলে চিৎকার করে র‌্যাব সদস্যদেরকে স্থানীয় প্রতিরোধের মুখে ফেলার রেকর্ডও আছে তাদের। অবশেষে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ব্লকরেইড দিয়ে বিপুল পরিমাণ ইয়াবা এবং এক সহযোগীসহ তাকে আটক করা সম্ভব হলো।

র‌্যাব জানায়, উত্তর গজনাইপুর গ্রামের বিজনা নদীর তীরবর্তী এলাকার বাসিন্দা হাসনা বেগম দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসার সিন্ডিকেট গড়ে তুলেছেন। স্বামী রুয়েল মিয়ার মৃত্যুর পর সন্তানহীন এ নারী ইয়াবা ব্যবসাতে পূর্ণ মনোযোগ দেন। প্রথমে বড় ডিলারদের কাছ থেকে দু-চার পিস কিনে খুচরা বিক্রি করতেন। একসময় নিজেই নিয়ন্ত্রণ করতে শুরু করেন ইয়াবা বাজার।

ভাই শারজানকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন বিশাল ইয়াবা সিন্ডিকেট। দুর্গম যোগাযোগব্যবস্থার সুযোগে নিজ বাড়িতে এ সিন্ডিকেট গড়ে তুলেছিলেন। বিভিন্ন সময় র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী সেখানে অভিযানে গেলে ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করতেন। ফলে অভিযান তেমন সফল হয়নি।

সোমবার গোপন সংবাদের ভিত্তিতে তার আস্তানায় ফের অভিযান চালান র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা। এ সময় তাদের ঘায়েল করতেও হাসনা বেগম একই কৌশল নেন। দম্ভোক্তি করে বলেন ‘পিস্তল আছে, গুল্লি নাই, তোরা ভুয়া র‌্যাব’।

কোনো কিছুতেই কাজ না হলে হাসনা বেগম বঁটি দা নিয়ে তাদের প্রতিরোধের চেষ্টা চালান। শেষ পর্যন্ত স্থানীয় জনপ্রতিনিধি ও মুরব্বিদের সহায়তায় র‌্যাব সদস্যরা তাকে আটক করেন। অভিযানের আগেই পালিয়ে যায় হাসনার ভাই শারজান মিয়া।

Bootstrap Image Preview