Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শিবগঞ্জে ইউপি কার্যালয়সহ ৩ দোকান ভাংচুর, আহত ২০

জি এম মিজান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১২ মার্চ ২০১৯, ০১:২৬ PM
আপডেট: ১২ মার্চ ২০১৯, ০১:২৬ PM

bdmorning Image Preview


বগুড়ার শিবগঞ্জে উপজেলা চেয়ারম্যান সমর্থকদের দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় ইউপি পরিষদ ও দোকান ভাংচুরের ঘটনা ঘটেছে। আতঙ্কে বন্দরে দোকানপাট বন্ধ হয়ে যায় এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে রবিবার (১০ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার দাড়িদহ বাজারে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজিজুল হকের নৌকা মার্কার একটি মিছিল বাজার এলাকা প্রদক্ষিণ করে।

মিছিল শেষে ফেরার সময় পিছন দিক থেকে প্রতিপক্ষের ১৫/২০ জনের একটি সংঘবন্ধ দল তাদের উপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের ২০ জন আহত হয়।

আহতরা হলেন- নৌকা সমর্থক ছাত্র লীগ নেতা সাদ্দাম হোসেন, সুজন, রেজভী, শিপন,আঃ রাজ্জাক, পিয়াস, শাহিনুর,শাকিল , বাবু। অপর পক্ষের উজ্জল,ফারুক, মন্টু, শিহাব উদ্দিনসহ ২০ জন।

ঘটনার জের ধরে সোমবার (১১ মার্চ) সকাল ১০টার দিকে উভয় পক্ষের সমর্থকরা আবারো সংঘর্ষে বাধে এ সময় নৌকা মার্কা সমর্থক সাহারুল, জিহাদ, মিলন, বিপ্লব ও অপর পক্ষের আবু তালেব, আঃ রাজ্জাক, ও মোকারমের দোকান ভাংচুর করা হয়।

এসময় হামলা কারীরা ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। তারা ইউপি উদ্যোক্তা মোঃ মানিক মিয়াকে বেধরকভাবে মারপিট করে। বর্তমানে সে শিবগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় আতঙ্কে সকাল থেকে দাড়িদহ বাজারের সমস্ত দোকান পাট বন্ধ হয়ে যায়। খবর পেয়ে থানার ওসি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান এসএম রূপম বলেন, হামলা কারীরা উপজেলা চেয়ারম্যান প্রার্থী ফিরোজ আহম্মেদ রিজুর মোটরসাইকেল মার্কায় সমর্থক সোহেল, রেজভী, আইনুলসহ চিহ্নিত গাছুয়া পাড়া গ্রামের লোকজন। তারা ইউপি পরিষদে হামলা চালিয়ে উদ্যোক্তার কার্যালয়ের কম্পিউটারসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর ও লুটতারাজ চালায়। এমনকি আমার অফিসের বিভিন্ন ছবি ভাংচুর করে। আমি এর সঠিক তদন্তের দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে থানার ওসি মিজানুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ লক্ষ্যে বন্দরে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 

Bootstrap Image Preview