Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির মফিজুল হকের দাফন সম্পন্ন

শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯, ১২:১৯ PM
আপডেট: ১১ মার্চ ২০১৯, ১২:২১ PM

bdmorning Image Preview


নড়াইলে লোহাগড়া উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার ফকির মফিজুল হককে (৭২)  রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

সোমবার (১১ মার্চ) সকাল ৯ টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

এ সময় নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন পিপিএম, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, লোহাগড়া উপজেলা সহকারি কমিশনার এমএম আরাফাত হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি মোঃ কবির হোসেনসহ মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের নেতা-কর্মীরা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গার্ড অব অনার প্রদানের পর নামাজে জানাযা শেষে লোহাগড়া বাজারের কবরস্থানে তাকে দাফন করা হয়। রবিবার (১০ মার্চ) সকাল ১০টার দিকে মুক্তিযোদ্ধা ফকির মফিজুল হক ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দপ্তর সম্পাদক শেখ আব্দুল হান্নান জানান, কমান্ডার ফকির মফিজুল হক দীর্ঘদিন ধরে হদরোগসহ নানা রোগে ভুগছিলেন ।

Bootstrap Image Preview