Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফটিকছড়িতে অগ্নিকাণ্ডে ৯ বসতঘর পুড়ে ছাই 

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯, ১১:১০ AM
আপডেট: ১০ মার্চ ২০১৯, ১১:১০ AM

bdmorning Image Preview


ফটিকছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার বখতপুর ইউ.পি'র চারাবটতল এলাকার সোনাগাজির বাড়িতে এ ঘটনা ঘটে। এতে ওই এলাকার শাহজামাল, নবী, আজম উদ্দীন, করিম, মুন্সিমিয়া,নুরু উদ্দীন, মহিউদ্দিন, ইসলামের ঘুর পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। 

চেরাগ বাতির আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের লেলিহান শিখা জ্বলতে দেখে এলাকাবাসী ছুটে এসে আগুন নেভানোর প্রচেষ্টা চালায়। পরে ফটিকছড়ি ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততোক্ষণে ৯টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় বাসিন্দা আলি আকবর ও সৈয়দ আরিফুল ইসলাম বলেন, ঘরগুলো গাছ, বাঁশ এবং টিন শেডের হওয়ায় মুহুর্তে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ক্ষতিগ্রস্থরা সবাই অসচ্ছল। এখন এসব পরিবারকে পরিজন নিয়ে খোলা আকাশের নিচে কাটাতে হবে।

এ ব্যাপারে ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশন অফিসার পুলক কান্তি সরকার বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত বের হলেও দূরত্বের কারণে ঘটনাস্থলে আসতে দেড়ি হয়ে যায়। এসে ১ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আসতে সক্ষম হয়। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোরে একই ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ দোকান পুড়ে ছাই হয়ে যায়।

Bootstrap Image Preview