Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

শাহ সুন্দর আউলিয়ার ওরশ উপলক্ষ্যে বার্ষিক ফাতেহা

মনজুর হোসেন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ০৯ মার্চ ২০১৯, ১০:৪১ PM
আপডেট: ০৯ মার্চ ২০১৯, ১০:৪১ PM

bdmorning Image Preview


চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় হযরত শাহ সুন্দর আউলিয়ার (রঃ) ওরশ উপলক্ষ্যে বার্ষিক ফাতেহা ও লোকজ মেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ মার্চ) উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার হাঁছি চৌধুরীপাড়া আস্থানা উন্নয়ন কমিটির উদ্যোগে তার আস্থানা প্রাঙ্গণে বাদে এশা হতে সারা রাতব্যাপী এ মাহফিলের আয়োজন করা হয়।

কমিটির সভাপতি রবিউল হোসেন সর্দারের সভাপতিত্বে ও এসএম জানে আলমের পরিচালনায় আমন্ত্রিত অতিথির মধ্যে ছিলেন, আহমদ হোসেন সর্দার, শামশুল আলম, ইদ্রিস মিয়া, হাজী শের আহমদ, জতীশ মহাজন সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকবর, মানিকপুর সরকারী প্রথমিক বিদ্যালয়ের শিক্ষক কামাল উদ্দিন, কাঞ্চননগর মেধাবিকাশ স্কুল এন্ড কলেজের শিক্ষক আইয়ুব হাসান, হাঁচি চৌধুরী বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আলী হোসেন প্রমুখ।

বক্তরা বলেন, আল্লাহর হুকুম মেনে মহানবীর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে সমাজ, রাষ্ট্র তথা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। বিশ্বনবীর পরবর্তী যুগে যুগে আউলিয়াদের সঠিক দিক নির্দেশনা মেনে আগামীর আদর্শ, সুন্দর ও শান্তিময় বিশ্ব প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় মাহফিল থেকে।

মাহফিলে আলোচনা সভা, কাওয়ালী, ছেমা মাহফিল, আখেরী মোনাজাত ও আগত আতিথিদের মাঝে তাবরুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Bootstrap Image Preview