Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মেক আপ ছাড়াই বিমানে হাজির হতে হবে কেবিন-ক্রুদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০১৯, ০৫:৪৪ PM
আপডেট: ০৮ মার্চ ২০১৯, ০৫:৪৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বিমান পরিবহণের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে চলেছে ভার্জিন আটলান্টিক। এখন থেকে ওই বিমান পরিবহণ সংস্থার পুরুষ ও মহিলা কেবিন ক্রুদের দেখা যাবে ‘নো মেকআপ লুকে’। এমনকী পোশাকের ক্ষেত্রেও বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। ভার্জিন এয়ারলাইন্স সবসময় কর্মীদের মতামতকে বাড়তি গুরুত্ব দেয়। সেই প্রক্রিয়ার অঙ্গ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্ত বিমান পরিবহণ শিল্পের ক্ষেত্রে যুগান্তকারী হবে বলে তারা মনে করেন। কারণ, এর ফলে এখন থেকে কেবিন ক্রুরা কর্মক্ষেত্রে নিজেদের সম্পূর্ণ অন্যভাবে উপস্থাপন করতে পারবেন। এতদিন পর্যন্ত মহিলা কেবিন ক্রুদের ব্লাশ, মাস্কারা, লাল রংয়ের লিপস্টিক ব্যবহার করা বাধ্যতামূলক ছিল। কিন্তু এখন থেকে তার আর প্রয়োজন নেই।

মহিলা কেবিন ক্রুদের প্যান্ট ব্যবহারের ক্ষেত্রেও নিয়ম শিথিল করা হয়েছে। আগে অনুরোধের ভিত্তিতে মহিলা কেবিন ক্রুদের প্যান্ট ব্যবহারের অনুমতি দেওয়া হত। না হলে স্কার্ট পড়তেই হত। এখন থেকে কাজে যোগ দেওয়ার সময় থেকেই প্রয়োজনে মহিলা কেবিন ক্রুরা প্যান্ট ব্যবহার করতে পারবেন।

ভারতে ভার্জিন আটলান্টিকের কান্ট্রি ম্যানেজার ডেভিড হজেস বলেন, "আমাদের লাল ইউনিফর্মটি ভার্জিন আটলান্টিকের পরিচয়। একটি ব্র্যান্ড হিসেবে আমরা সবসময় নতুন কিছু করতে চাই। শিল্পক্ষেত্রে সবসময়ই নতুন দৃষ্টান্ত স্থাপন করেছি। আমরা চাই ভার্জিন আটলান্টিকের স্বতন্ত্রতা বজায় রেখে ইউনিফর্মের মাধ্যমে প্রত্যেক কর্মীর ব্যক্তিত্ব বেরিয়ে আসুক।''

স্বাধীনভাবে দেওয়া কর্মীদের মতামতকে গুরুত্ব দিয়ে একটি ধারাবাহিক পদ্ধতির মাধ্যমে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এই নীতির ফলে কেবিন ক্রুরা নিজেদের ব্যক্তিত্ব প্রকাশে পদ্ধতিগত স্বাধীনতা পাবে। আমাদের উদ্দেশ্য সকলের কাছে সবচেয়ে প্রিয় বিমান পরিবহণ সংস্থা হিসেবে নিজেদের জায়গা বহাল রাখা।"

প্রসঙ্গত, ভার্জিন আটলান্টিক ৩৪ বছর আগে পথ চলা শুরু করেছিল স্যার রিচার্ড ব্র্যানসনের হাত ধরে। উদ্দেশ্য ছিল, নতুনত্ব ও গ্রাহক সেবায় জোর দেওয়া। এখন ভার্জিন আটলান্টিক বছরে ৫.৫ মিলিয়ন গ্রাহককে পরিষেবা দেয়।

Bootstrap Image Preview