Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বরগুনায় জেলা প্রশাসনের আয়োজনে নারী দিবসের বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০১৯, ১২:২৪ PM
আপডেট: ০৮ মার্চ ২০১৯, ১২:২৪ PM

bdmorning Image Preview


‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বরগুনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

আজ শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেরির সামনে থেকে একটি র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালিতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি উন্নয়ন সংগঠন অংশ গ্রহণ করে। এরপর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপর মারুফ হোসেন, সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুব হোসেন এবং স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা মেহেরুন নাহার মুন্নি।

আলোচনা শেষে স্থানীয় শিল্পীরা জেন্ডার সংশ্লিষ্ট সংঙ্গীত পরিবেশন করেন। বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংগঠনের সহযোগিতায় দিবসটি আয়োজন করে বরগুনা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতর।

Bootstrap Image Preview