Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খেলা দেখাতে গিয়ে সাপের ছোবলেই সাপুড়ের মৃত্যু

শ্রীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ০৯:৪৮ PM
আপডেট: ০৭ মার্চ ২০১৯, ০৯:৪৮ PM

bdmorning Image Preview
প্রতীকী


মাগুরার শ্রীপুরে সাপ নিয়ে খেলা দেখাতে গিয়ে সাপের ছোবলেই শ্যামল মণ্ডল নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার গোয়ালদহ বাজারে খেলা দেখাতে গিয়ে বিষধর সাপের কামড়ের শিকার হন তিনি।

শুক্রবার লাশের সৎকার করা হবে বলে জানিয়েছেন মৃত শ্যামলের মা লক্ষ্মীরাণী মণ্ডল।

এলাকাবাসী জানায়, উপজেলার দারিয়াপুর ইউনিয়নের মালাইনগর গ্রামের শান্তিরাম মণ্ডলের ছেলে শ্যামল মণ্ডল (৪৫) দীর্ঘদিন ধরেই সাপের খেলা দেখানোর পাশাপাশি বিভিন্ন এলাকায় বিষধর সাপ ধরে বেড়ান। মঙ্গলবার রাতে শ্রীপুরের চৌগাছি গ্রাম থেকে একটি বিষধর সাপ ধরে আনার পর বৃহস্পতিবার বিকালে প্রথম ওই সাপটি নিয়ে তিনি খেলা দেখাতে যান। কিন্তু বিকাল ৩টার দিকে স্থানীয় গোয়ালদহ বাজারে খেলা দেখানোর সময় হঠাৎ সাপ তাকে ছোবল দিলে তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন। ঘটনার পর অবস্থা বেগতিক দেখে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, শ্যামলে মৃত্যু খবর শুনেছি। তবে এ ব্যাপারে কোনো অভিযোগ করেনি।

Bootstrap Image Preview