Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গুরুদাসপুরে প্রার্থীর অভিযোগে ইউএনও-ওসিকে প্রত্যাহার!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ০৭:৩৩ PM
আপডেট: ০৭ মার্চ ২০১৯, ০৭:৩৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


উপজেলা পরিষদ নির্বাচনে নাটোরের গুরুদাসপুরে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের অভিযোগের ভিত্তিতে সেখানকার ইউএনও মোহাম্মদ মনির হোসেন এবং ওসি সেলিম রেজাকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত নির্দেশনাটি ফ্যাক্সে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর এসে পৌঁছেছে বলে জানা গেছে।

একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসি ওই পত্র পেয়েছেন বলে জানা গেছে।

জাহিদুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন এবং গুরুদাসপুর থানার ওসি সেলিম রেজা নানা কারণে বিতর্কিত। নির্বাচনে ইতিমধ্যে তারা বিতর্কিত হয়ে পড়েছেন। তাই নির্বাচন কমিশনে অভিযোগ দেয়া হয়েছে। তারা উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন স্থানে নৌকার বিপক্ষে বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেনের ঘোড়া মার্কার পক্ষে কাজ করছেন।

রিটার্নিং কর্মকর্তা সূত্র জানায়, গুরুদাসপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী জাহিদুল ইসলাম সরকার জাহিদ নির্বাচন কমিশনে অভিযোগ করেন গুরুদাসপুরের ইউএনও ও ওসি বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছেন যা তাদের ওপর অর্পিত দায়িত্বের পরিপন্থী। এর স্বপক্ষে তিনি ইউএনও এবং ওসির বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার কিছু ছবি সংযোজন করেন।

সম্প্রতি কয়েকটি অনুষ্ঠানে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার বেশকিছু ছবিসহ তিনি নির্বাচন কমিশন বরাবর অভিযোগ করেন বলে জানা যায়।

এবিষয়ে গুরুদাসপুর থানার ওসি মো. সেলিম রেজা জানান, আওয়ামী লীগ দলীয় প্রার্থী মো. জাহিদুল ইসলামের কিছু অন্যায় ও অনৈতিক দাবি মানতে রাজি না হওয়ায় তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দেয়া হয়েছে। নৌকার প্রার্থী জাহিদুল ইসলামের অভিযোগের কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন দুঃখ প্রকাশ করে বলেন, আমার কষ্ট-আমার অপরাধ কী জানতে পারলাম না। সরকারি চাকরিতে বদলি আছে। হতেও হবে। নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা জানাই।

Bootstrap Image Preview