Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নড়াইলে প্রায় দু’শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ০৫ মার্চ ২০১৯, ১০:৪৬ AM
আপডেট: ০৫ মার্চ ২০১৯, ১০:৪৬ AM

bdmorning Image Preview


নড়াইল শহরের আলাদাতপুর থেকে রুপগঞ্জ পর্যন্ত সড়কের দু’পাশের প্রায় দু’শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সোমবার (৪ মার্চ) বেলা দুপুর থেকে সড়ক ও জনপথ খুলনার এস্টেট ও আইন কর্মকর্তা সিফাত মেহনাজ এর নেতৃত্বে দু’কিলোমিটার এলাকা জুড়ে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে সড়ক ও জনপথ অধিদপ্তর নড়াইলের নির্বাহী প্রকৌশলী ফরিদ উদ্দিন, উপ-বিভাগীয় প্রকৌশলী ওমর আলীসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সূত্রে জানা যায়, শহরের আলাদাতপুর মসজিদের দক্ষিণ পার্শে, পুরাতন বাস টার্মিনালের পাশের স্থাপনা, কাঁচা বাজারের চান্দি,মুদি দোকান, ষ্টেডিয়াম মার্কেটের একাংশ, ভওয়াখালী এলাকার ফার্নিচারের দোকান, রুপগঞ্জ, ভাদুলীডাঙ্গা ও বউবাজার এলাকায় সড়কের দু’ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জায়গা দখলমুক্ত করা হয়েছে। সড়কের এসব জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের ফলে যান চলাচলের জন্য সহজতর হবে বলে কর্মকর্তারা জানান। ভাটিয়াপাড়া-কালনা-নড়াইল-যশোর মহাসড়কের আওতায় নড়াইল অংশের ২৬ কিলোমিটার সড়ক পর্যন্তু এ অভিযান চালানো হবে।

সড়ক ও জনপথ খুলনার এস্টেট ও আইন কর্মকর্তা সিফাত মেহনাজ বলেন, সড়ক দূর্ঘটনা রোধে এবং  সড়ক ও জনপথ অধিদপ্তরের জমিতে অবৈধভাবে দখলকরে স্থাপনা তৈরীকারীদের উচ্ছেদ করে জমি দখল মুক্ত করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Bootstrap Image Preview