Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

এই শহরে ভিন্ন কিছুর সন্ধানে

জোবায়ের আহমদ শামীম
প্রকাশিত: ০৪ মার্চ ২০১৯, ০৮:৩৭ PM
আপডেট: ০৪ মার্চ ২০১৯, ১০:২৭ PM

bdmorning Image Preview


বসবাসের অযোগ্য নগরী হিসেবে বিভিন্ন জরিপে ঢাকাকেই পৃথিবীর প্রথম সাড়িতে রাখা হয়। এটা সর্বজনবিদিত যে, ঢাকাতে জীবন যাপন খুবই কঠিন আর দুরুহ। যেন এই শহরের প্রতিটি বাকেই লুকিয়ে আছে ঝুঁকি, ভয় আর অব্যবস্থাপনা। কিন্তু এই শহরের বুকে এমন ইতিবাচক কিছু আছে যা আমাদের সামনে এগিয়ে যেতে সহযোগিতা করে। আমাদের আরো আশাবাদী হতে উৎসাহিত করে৷ সেই রকম ইতিবাচক আর চোখ এড়িয়ে যাওয়া বিষয় নিয়ে আজকের এই আয়োজন।

ধানমন্ডি লেক সম্ভবত এই শহরের মানুষের অন্যতম বিনোদন কেন্দ্র। আড্ডা, গল্প, গান এমনকি শরীর চর্চার জন্য বেশ শান্তিপূর্ণ স্থান। ঠিক রবীন্দ্র সরোবরের উল্টো দিকে বায়তুল আমান জামে মসজিদের পাশে গেলেই আপনার চোখে পড়বে এক সবুজের সমাহার। “ছোট্ট পরিসরে, ছোট্ট প্রয়াস, ইট-পাঁথরের মাঝে বনায়ন অভিলাষ।” অনেক নাম না জানা ফুলের গন্ধ আপনার নাকে আসবে৷ এমনকি সন্ধায় অনেক পাখির কিচির-মিচির শব্দও পেতে পারেন। কিন্তু যা দেখলে আপনি চমকে উঠবেন, তা হলো কিছু সাইনবোর্ড।সাইনবোর্ডের ভাষাগুলো এতো নান্দনিক আর ইতিবাচক যে কারো পক্ষে চোখ ফিরিয়ে রাখা কঠিন। চলুন একবার দেখে আসি সাইনবোর্ডগুলো।

যেহেতু পাশেই মসজিদ আছে এই কথা মাথায় রেখেও সম্ভবত দুটি সাইনবোর্ড তৈরী করা হয়েছে।

আশেপাশের মানুষজনের কাছে খবর নিয়ে জানা গেলো, এই সবুজ বনায়ন অভিলাষে নানা জাতের নতুন বৃক্ষ-রোপন করা এবং তাদের দেখাশোনা করেন আলম এমকে আনাম নামের এক ভদ্রলোক। সময় পেলেই তিনি এখানে ছুটে আসেন। আরও জানতে পারলাম তিনিই এইসব সাইনবোর্ডের আইডিয়াদাতা।

প্রকৃতি প্রেমী মি.আলম। ছবিটি মি.আলমের ফেসবুক আইডি থেকে সংগ্রহ করা।

ফিচার করার জন্য যখন সরেজমিনে ছবি তুলতে গেলাম, তখন এক ভদ্রলোক আমাদের পিছু নিলেন। তিনি আমাদের আগ্রহ দেখে কথা বলতে উৎসাহী হলেন। অবাক ব্যাপার হলো এই ভদ্রলোকের নামই আলম এমকে আনাম। মি. আলমের কাছে এই সবুজ অভিলাষের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন,”আমার ব্যক্তিগত প্রচারের দরকার নেই। আপনি সাইন বোর্ডের এই ইতিবাচক মেসেজগুলো মানুষের কাছে পৌঁছে দেন। আমাদের ইতিবাচক চিন্তা দিয়ে মানুষকে পরিবর্তন করতে হবে।”

Bootstrap Image Preview