Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

দাম কমলো হুয়াওয়ের স্মার্টফোনের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ ২০১৯, ০৯:৫৫ PM
আপডেট: ০৩ মার্চ ২০১৯, ০৯:৫৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


দেশের বাজারে জনপ্রিয় দুটি স্মার্টফোনের দাম কমিয়েছে শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। আগে ওয়াই নাইন ২০১৯ মডেলের স্মার্টফোনটির দাম ছিল ২২,৯৯০ টাকা। এখন ১,৪৯১ টাকা কমে দাঁড়িয়েছে ২১,৪৯৯ টাকা। এছাড়াও নোভা সিরিজের নোভা থ্রি আই এর দাম ছিল ২৬,৯৯০,এখন ১,৯৯১ কমে দাঁড়িয়েছে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে ২৪,৯৯৯ টাকায়।

হালের ক্রেজ নোভা থ্রি আই ও তরুণদের পছন্দের শীর্ষে থাকা ওয়াই নাইন ২০১৯ এর দাম হ্রাস করা হয়েছে।

গত বছরের আগস্টে নোভা থ্রি আই ফোন দেশের বাজারে আসার পর ব্যাপক সাড়া ফেলে। কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চার ক্যামেরার ফোনটি অল্প সময়েই তরুণদের মন জয় করে নেয়।

ফটোগ্রাফির জন্য যুঁতসই ফোনটিতে আছে ৬ দশমকি ৩ ইঞ্চি ফুলভিউ আইপিএস নচ ডিসপ্লে।

২৪ মেগা পিক্সেলের প্রাথমিক সেন্স বিশিষ্ট ডুয়াল ফ্রন্ট এআই ক্যামেরা ও ২ মেগা পিক্সেলের সেন্সর, ১৬ মেগা পিক্সেলের প্রাইমারি সেন্সর, ২ মেগা পিক্সেলের সেকেন্ডারি সেন্সর বিশিষ্ট রিয়ার ক্যামেরা।

এ ফোনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ফোনটির ইন্টার স্টোরেজ ১২৮ জিবি। চার জিবি র‌্যাম ও শক্তিশালী গেম স্যুট থাকার কারণে গেমিংয়ে অসাধারণ অভিজ্ঞতা পাবেন গ্রাহকরা।

অন্যদিকে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির হুয়াওয়ে ওয়াই নাইন ২০১৯ এ প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কিরিন ৭১০ চিপসেট। ৪ জিবি র‌্যামের সঙ্গে রয়েছে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ।

এছাড়াও এতে ৫১২ জিবি পর্যন্ত এক্সটারনাল মেমোরি ব্যবহার করা যাবে। স্মার্টফোনটির ডিসপ্লে রেজ্যুলেশন ১০৮০ ও ২৩৪০।

এছাড়াও এতে কৃত্তিম বুদ্ধিমত্তাসম্পন্ন চারটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। পেছনে রয়েছে ১৩ ও ২ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, সামনে রয়েছে ১৬ ও ২ মেগাপিক্সেলের দু’টি এআই ক্যামেরা।

Bootstrap Image Preview