Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তরুণ বিজ্ঞানীদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে `ইয়ং সাইন্টিস্ট মিটআপ'

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ মার্চ ২০১৯, ০৮:৩৬ PM
আপডেট: ০২ মার্চ ২০১৯, ০৮:৪০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


তরুণ ও ক্ষুদে বিজ্ঞানীদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে `ইয়ং সাইন্টিস্ট মিটআপ।'

নাসা সায়েন্টিফিক প্রব্লেম সল্ভার বাংলাদেশ, বাংলাদেশ ইনোভেশন ফোরাম ও ইন্টারনেট সোসাইটি বাংলাদেশের যৌথ আয়োজনে আগামী ০৯ মার্চ বাংলাদেশ কৃষিবিদ ইন্সটিটিউটে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে সকালের সেশনে থাকছে বাচ্চাদের নিয়ে “রকেট মেকিং ওয়ার্কশপ” ও বিকেলের সেশনে থাকছে তিনটি আলাদা সেমিনার।

সেমিনারগুলোর আলোচ্য বিষয়ের মধ্যে থাকছে ১) এমআইটি এডমিশন ২) কিভাবে নভোচারী হওয়া যায় বা কি প্রস্তুতি নিতে হয় এবং ৩) রকেট ডিজাইন কিভাবে করা হয়।

উক্ত সেমিনারগুলো পরিচালনার করবেন এমআইটি জিরো রোবটিক্স ল্যাব এর দায়িত্বে থাকা মিজানুল চৌধুরী। তিনি বুয়েটের সাবেক গোল্ড মেডেলিস্ট। কাজ করছেন "আন্তর্জাতিক মহাকাশ স্টেশন" এর নভোচারীদের সাথে। তার সাথে থাকছেন রবি সংকর শীল অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার যিনি কাজ করছেন স্যাটেলাইট প্রোপালশন সিস্টেমের সাথে।

প্রোগ্রাম এর প্রধান স্পীকার মিজানুল চৌধুরী বলেন, স্পেস টেকনোলোজি গবেষণায় আমাদের দেশের তরুণদের আগ্রহ দেখে আমি সত্যি অবিভুত, উক্ত প্রোগ্রাম এ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে, এছাড়া ও জিরো রবোটিকের উপর বছরব্যাপী বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে স্কুলের ছেলে মেয়েদের স্পেস সায়েন্স ও প্রোগ্রামিং এ উদবুদ্ধ করার লক্ষ্য বাংলাদেশ ইনোভেশন ফোরাম এর সাম্নের কাজগুলিতে কারিগরি সহায়তা দেওয়া হবে।

বাংলাদেশ ইনভেশন ফোরাম এর ফাউন্ডার ও নাসা সল্ভার বাংলাদেশ এর প্রধান আরিফুল হাসান অপু বলেন, আমাদের স্বপ্ন থাকে মহাকাশে যাবার। মহাকাশ বিজ্ঞানের বিভিন্ন জায়গায় কাজ করার। সেই স্বপ্নকে সত্যিতে পরিণত করতে এটা শুরু মাত্র, সে জন্য আমরা একেবারে বাচ্চাদের নিয়ে কাজ শুরু করেছি।

এই পর্বগুলোতে অংশ নিতে নিবন্ধন করতে হবে http://bif.org.bd/SOLVE/ এই ঠিকানায়।

আয়োজনটির টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ইনোভেডিয়াস প্রাইভেট, গোল্ড স্পন্সর স্টার কম্পিউটার সিস্টেম ও বাংলাদেশ কপিরাইট অ্যান্ড আইপি ফোরাম। এছাড়াও, আয়োজনটিতে মিডিয়া পার্টনার হিসেবে থাকবে আছে টেকশহরডটকম।

Bootstrap Image Preview