Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দিঘলিয়া বাজারে অগ্নিকাণ্ড

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ০২ মার্চ ২০১৯, ০৫:০৯ PM
আপডেট: ০২ মার্চ ২০১৯, ০৫:০৯ PM

bdmorning Image Preview


নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া বাজারে অগ্নিকাণ্ডে একই মালিকের দুটি দোকানের মালামাল ভস্মিভূত হয়েছে।

শুক্রবার (১ মার্চ) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ দোকান মালিক শাহাবুদ্দিন খান জানান, প্রতিদিনের ন্যায় তিনি সন্ধ্যার পরে দোকানঘর বন্ধ করে বাড়ি চলে যায়। পরে দোকানে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। একটি দোকানে মুদি পাইকারি মালামাল ও অপরটিতে লেপতোশকের ব্যবসা ছিল। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে তিনি জানান।

আগুন ধরেছে বুঝতে পেরে বাজারের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। পরে খবর লোহাগড়া পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।

শনিবার সকাল ১০টায় দিঘলিয়া ইউপি চেয়ারম্যান নীনা ইয়াসমিন ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শণ করেছেন। আগুনের সূত্রপাত কিভাবে তা স্পষ্ট বলতে না পারলেও দোকানের মালিকসহ স্থানীয়রা ধারণা করছেন পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা দোকানে আগুন ধরিয়ে দিয়েছে।

দিঘলিয়া বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজে দেখা গেছে অগ্নিকাণ্ডের সময় তিন জন দুর্বৃত্ত মুখোশ পরা অবস্থায় চলাচল করছে।

এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Bootstrap Image Preview