Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নাটোরে ছুরিকাঘাতে যুবক খুন

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৪৩ PM
আপডেট: ২৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৪৩ PM

bdmorning Image Preview


নাটোরের গুরুদাসপুরে আবুল কালাম বিশ্বাস (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। হত্যার পর মৃত দেহটি লিচু গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঘটনাটি ঘটে। এ ঘটনায় শহিদুল ইসলাম নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলার নাজিরপুর নতুনপাড়া গ্রামের ঘটনাস্থল থেকে লাশ ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করে পুলিশ।

জানা যায়, কালাম সোমবার রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হয় এবং সারা রাত আর বাড়ি ফেরেন নি। স্থানীয়রা সকালে ওই গ্রামের মোকাম আলীর লিচু বাগানে ঝুলন্ত ওই লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

স্থানীয়রা জানায়, সে স্থানীয়ভাবে সুদের কারবারের সাথে জড়িত ছিল। ধারণা করা হচ্ছে, সুদের টাকার কারণে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে।

নিহত কালাম বিশ্বাসের বৃদ্ধা মা আনোয়ারা বেগম বিলাপ করতে করতে বলেন, তার ছেলেকে যারা হত্যা করেছে তাদের পুলিশ যেনো ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যু দেয়।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা জানান, কালাম বিশ্বাসকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যার পর লিচুগাছে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় শহিদুল নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। 

Bootstrap Image Preview