Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফটিকছড়িতে অস্ত্র-গুলি-স্বর্ণালংকারসহ ২ ডাকাত আটক

মনজুর হোসেন, ফটিকছড়ি প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ১০:১৭ PM
আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০১৯, ১০:১৭ PM

bdmorning Image Preview


চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে ডাকাত এজাহার মিয়া (৫০) ও তার সহযোগী আবছারকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে এগারোটার দিকে ফটিকছড়ি উপজোলার ভূজপুর থানাধীন সুয়াবিল চুঁরখাহাট বাজারের পাশ থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।   

গ্রেফতারকৃত ডাকাত এজাহার মিয়া (৫০) ভূজপুরের আজিমপুর আদর্শ গ্রামের আহমদ হােসনের পুত্র, আবছার (২২) হাটহাজারী উপজলার পশ্চিম দেওয়ান নগর এলাকার সন্ধীপ পাড়ার জামালের পুত্র।

সূত্র জানায়, শনিবার দিনগত রাতে অতিরিক্ত পুলিশ সুপার (হাটাজারী সার্কেল) আবদুল্লাহ-আল মাসুমের তত্ত্বাবধানে ভূজপুর থানার অফিসার্স ইনর্চাজ (ওসি) শেখ আব্দুল্লাহ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।    

এসময় তাদের কাছ থেকে ২টি দেশিয় বন্দুক, ১ রাউন্ড গুলি, ১টি রামদা, নগদ টাকা, স্বর্ণালংকার, শাড়ি ও কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়।

উল্লখ্য, গত ১০ ফেব্রুয়ারি রাতে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের পাটিয়ালছড়ি গ্রামের আমির আলী টেন্ডল এর বাড়ির প্রবাসী মাহবুবুল আলমের বাড়িতে একটি ডাকাতির ঘটনা ঘটে।

ঘরের মালিকের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে পুলিশ এই দুই ডাকাতকে গ্রেফতার করে। 

এ ব্যাপারে ভূজপুর থানার অফিসার্স ইনর্চাজ (ওসি) শেখ আব্দুল্লাহ বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে এজাহারসহ তার এক সহযােগীকে গ্রেফতার করা হয়েছে। বাকী ডাকাতদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে। 

Bootstrap Image Preview