Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুড়িগ্রামে ৬ষ্ঠ জেলা কাব ক্যাম্পুরী শুরু

মোঃ মনিরুজ্জামান, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৪৭ PM
আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৪৭ PM

bdmorning Image Preview


‘সকল কাঁটা ধন্য করে, ফুটবো মোরা ফুটবো গো।’ এই প্রতিপাদ্যকে নিয়ে কুড়িগ্রামে ৫ দিন ব্যাপি ৬ষ্ঠ জেলা কাব ক্যাম্পুরী শুরু হয়েছে। 

শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজারহাট উপজেলার হ্যালিপ্যাড মাঠে অনুষ্ঠিতব্য কাব ক্যাম্পুরীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ। 

এ সময় কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: আমিনুল ইসলাম, তত্বাবধায়ক ডা: আনোয়ারুল হক প্রামাণিক, সদর উপজেলার ইউএনও আমিন আল পারভেজ, রাজারহাট উপজেলার ইউএনও মুহা: রাশেদুল ইসলাম, বাংলাদেশ স্কাউটের লিডার ট্রেইনার একেএম সামিউল হক নান্টু, কুড়িগ্রাম স্কাউটের সদস্য সচিব মো: শাহাবুদ্দিন, ক্যাম্প চীফ মোশাররফ হোসেন ফারুক প্রমুখ। 

কাব ক্যাম্পুরীতে ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের ৩৫০জন শিক্ষার্থীসহ ৪শ’ জন শিক্ষক-অভিভাবক অংশগ্রহণ করছেন বলে আয়োজকরা জানিয়েছে। আগামি ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এ কাব ক্যাম্পুরী চলবে।

Bootstrap Image Preview