Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

এলার্জি প্রতিরোধে এড়িয়ে যাবেন যেসব খাবার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০১:০০ PM
আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০১:০০ PM

bdmorning Image Preview


অনেক ক্ষেত্রেই খাবার থেকে এলার্জি হয়। তবে সেটা ব্যক্তি বিশেষে ভিন্ন। কিন্তু কিছু খাবার আছে যেগুলো থেকে অনেকেরই এলার্জি হয়।

এ কারণে যারা মাঝেমাঝেই এলার্জিতে ভোগেন তাদের এই খাবারগুলো এড়িয়ে চলা উচিত।

১.দুধ-পুষ্টিকর হলেও অনেকের সেটা ‘সয়’ না। ল্যাকটোজেন ইনটলারেন্সের কারণে পেটের সমস্যায় ভোগেন।

২.ডিম-ডিমের সাদা অংশ থেকে এলার্জি হতে পারে। এই অংশে বেশি পরিমাণে প্রোটিন আছে যা হজম করতে অনেকেরই সমস্যা হয়।

৩.কিছু সবজি এবং ফলের কারণে অনেকের ত্বকে এলার্জি হতে পারে। যেমন- বেগুন, মিষ্টিকুমড়ো।

৪.চীনাবাদাম এবং চীনাবাদামের তৈরি যেকোনও খাবার অনেকেই সহ্য করতে পারেন না। ত্বকে র‍্যাশ বের হয়, শ্বাসনালী ফুলে উঠে, শ্বাসপ্রশ্বাসে সমস্যা দেখা দেয়।

৫.অনেকেরই চিংড়ি মাছ সহ্য হয়না। কাঁকড়া থেকেও হতে পারে এলার্জি। এতে সাধারণত ত্বক ও পাকস্থলীতে এলার্জি হয়।

৬.আনারসের কারণে অনেকের শ্বাসনালী ও মুখের ভিতরে র‍্যাশ দেখা দেয়, মুখ ফুলে ওঠে।

৭.কোকো পাউডার অনেকেই হজম করতে পারেন না, ফলে খাওয়ার পর পরই ত্বকে র‍্যাশ উঠতে দেখা যায়।

৮. সাধারণ লেবুতেও অনেকের এলার্জির সমস্যা হতে পারে। লেবুর রস রক্তের সাথে মিশে গেলে অনেকেরই হাতে-পায়ে র‍্যাশ দেখা যায়। লেবুর রস সরাসরি ত্বকে লাগলেও অনেকের এলার্জি শুরু হয়ে যায়।

Bootstrap Image Preview