Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নড়াইলে লাখো মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন 

শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধি 
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৪৯ PM
আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৪৯ PM

bdmorning Image Preview


‘অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো’ এই শ্লোগান নিয়ে প্রতি বছরের ন্যায় এবছরও নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়িরডোব মাঠে ভাষা শহীদদের স্মরণে প্রজ্জ্বলন করা হল লাখো মঙ্গল প্রদীপ ও মোমবাতি।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) নড়াইল একুশের আলোর আয়োজনে একুশের ভাষা শহীদদের স্মরণে সন্ধ্যায় থেকে রাত সাড়ে ১১টায় এ মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। সূর্য়াস্তের সাথে সাথে ২১শে’র সন্ধ্যায় শুরু হবে এক লাখ মঙ্গল প্রদীপ ও মোমবাতি প্রজ্জ্বলন। শহীদ মিনার, জাতীয় স্মৃতি সৌধ, বাংলা বর্ণমালা, আল্পনাসহ গ্রাম বাংলার নানা ঐতিহ্য তুলে ধরা হবে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে। সে সাথে ভাষা দিবসের ৬৮তম বার্ষিকী উপলক্ষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ৬৮টি ফানুষ উড়ানো হয়।  

সন্ধ্যায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীরা ‘আমার ভায়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ এই গান পরিবেশনের সাথে সাথে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করবেন জেলা প্রশাসক আনজুমান আরা।

এসময় আরও উপস্থিত ছিলেন ভাষা সৈনিক রিজিয়া খানম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌরসভার মেয়র মোঃ জাহাঙ্গীর বিশ্বাস, নড়াইল একুশের আলোর সভাপতি প্রফেসর মুন্সী হাফিজুর রহমান, সদস্য সচিব ও নাট্য ব্যক্তিত্ব কচি খন্দকারসহ নড়াইলের গন্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

Bootstrap Image Preview